দ্বিতীয় মুতাওয়াক্কিল
দ্বিতীয় মুতাওয়াক্কিল (আরবি: المتوكل على الله , (১৪১৬ –২৭ সেপ্টেম্বর ১৪৯৭) ১৪৭৯ থেকে ১৪৯৭ খ্রিস্টাব্দ পর্যন্ত মামলুক সালতানাতের অধীনে কায়রোর পঞ্চদশ খলিফা ছিলেন। তার পিতা ইয়াকুব ছিলেন প্রথম মুতাওয়াক্কিলের পুত্র।
দ্বিতীয় মুতাওয়াক্কিল المتوكل على الله | |
---|---|
১৫তম কায়রোর খলিফা | |
রাজত্ব | ৮ এপ্রিল ১৪৭৯ – ২৭ সেপ্টেম্বর ১৪৯৭ |
পূর্বসূরি | মুসতানজিদ |
উত্তরসূরি | মুসতামসিক |
জন্ম | কায়রো, মামলুক সালতানাত, বর্তমানে মিশর ১৪১৬ |
মৃত্যু | ২৭ সেপ্টেম্বর ১৪৯৭ কায়রো, মামলুক সালতানাত, বর্তমানে মিশর | (বয়স ৮০–৮১)
সমাধি | মিশর |
বংশধর | মুসতামসিক |
পিতা | ইয়াকুব বিন মুতাওয়াক্কিল |
মাতা | হাজি মালিক |
ধর্ম | সুন্নি ইসলাম |
জীবন
সম্পাদনাতার নাম ছিল আবদুল আজিজ ইবনে ইয়াকুব ইবনে মুহাম্মাদ ।দ্বিতীয় মুতাওয়াক্কিলের মাকে বলা হয় হাজি মালিক। তিনি একজন সৈনিকের কন্যা ছিলেন। সাহিত্যের উৎকর্ষ, নীতি-নৈতিকতা ও নম্রতা এবং প্রত্যেকের প্রতি সদয়তার কারণে মুতাওয়াক্কিল ব্যক্তিগত ও জনসাধারণের মধ্যে প্রিয় ছিলেন।
তার চাচা অসুস্থ হয়ে তার কাছে খেলাফতের দরবারের দায়িত্ব অর্পণ করেন। যখন তার চাচা ৮৮৪ হিজরির মুহাররম মাসে মৃত্যু বরণ করেন, তখন তিনি খেলাফতের পূর্ণ দায়িত্বগ্রহণ করেন। ৮৮৫ হিজরিতে ইশপাকের যুবরাজ তুর্কমেনের দিকে একটি অভিযান পরিচালনা করেন। পথিমধ্যে শ্বেতশাহদের রাজ্যের আমিরের সাথে দেখা হয়ে যায়। তারা মামলুকদের পরাজিত করে ইশপাক দখল করেন। এরপর ইউফ্রেটিস নদীর তীরে যুবরাজ নিহত হন। তারপর সুলতান কাইতবে পুনরায় শ্বেতশাহের আমিরাতের সাথে সন্ধি করেন। খলিফা মুসতামসিক তার স্থলাভিষিক্ত হয়েছিলেন।
তথ্যসূত্র
সম্পাদনা- "Biography of Al-Mutawakkil II" (Arabic ভাষায়)। Islampedia.com। ২০০৮-০৬-১১ তারিখে মূল থেকে আর্কাইভ করা।
গ্রন্থপঞ্জি
সম্পাদনা- Garcin, Jean-Claude (১৯৬৭)। "Histoire, opposition, politique et piétisme traditionaliste dans le Ḥusn al Muḥādarat de Suyûti" (পিডিএফ) (French ভাষায়)। Institut Français d'Archéologie Orientale: 33–90। ২০১১-০৭-২৪ তারিখে মূল (PDF, 14.62 MB) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১০-০৭-২২।
- Holt, P. M. (১৯৮৪)। "Some Observations on the 'Abbāsid Caliphate of Cairo"। University of London: 501–507। জেস্টোর 618882। ডিওআই:10.1017/s0041977x00113710।
দ্বিতীয় মুতাওয়াক্কিল জন্ম: ১৪১৬ মৃত্যু: ১৪৯৭
| ||
সুন্নি ইসলাম পদবীসমূহ | ||
---|---|---|
পূর্বসূরী মুসতানজিদ |
কায়রোর খলিফা ১৪৭৯–১৪৯৭ |
উত্তরসূরী মুসতামসিক |