দ্গে-'দুন-র্গ্যাল-ম্ত্শান (গানদেন ত্রিপা)

তিব্বতি বৌদ্ধ ভিক্ষু, গানদেন ত্রিপা

দ্গে-'দুন-র্গ্যাল-ম্ত্শান (তিব্বতি: དགེ་འདུན་རྒྱལ་མཚནওয়াইলি: dge 'dun rgyal mtshan) (১৫৩২-১৬০৭) তিব্বতী বৌদ্ধধর্মের দ্গে-লুগ্স ধর্মসম্প্রদায়ের দ্গা'-ল্দান বৌদ্ধবিহারের আঠাশতম দ্গা'-ল্দান-খ্রি-পা বা প্রধান ছিলেন।

সংক্ষিপ্ত জীবনী

সম্পাদনা

দ্গে-'দুন-র্গ্যাল-ম্ত্শান ১৫৩২ খ্রিষ্টাব্দে তিব্বতের লাসা শহরে জন্মগ্রহণ করেন। সেরা বৌদ্ধবিহার বিশ্ববিদ্যালয়ে ছোস-ক্যি-র্গ্যাল-ম্ত্শান (ওয়াইলি: chos kyi rgyal mtshan) এবং শেস-রাব-সেং-গে (ওয়াইলি: shes rab seng ge) নামক দুই অধ্যাপক তাকে দীক্ষাদান করেন। উনিশ বছর বয়সে তিনি ব্সোদ-নাম্স-র্গ্যা-ম্ত্শো (ওয়াইলি: bsod nams rgya mtsho) এবং ব্সোদ-নাম্স-দ্পাল-ব্জাং (ওয়াইলি: bsod nams dpal bzang) নামক দুই ভিক্ষুর নিকট ভিক্ষুর শপথ গ্রহণ করেন। এরপর তিনি গ্যুমে মহাবিদ্যালয়ে ব্ক্রা-শিস-ব্জাং-পো (ওয়াইলি: bkra shis bzang po) নামক অধ্যাপকের নিকট তন্ত্রশিক্ষালাভ করেন। ১৫৭৫ খ্রষ্টাব্দে তিনি ঐ মহাবিদ্যালয়ে এবং ১৫৮৯ খ্রিষ্টাব্দে দ্গা'-ল্দান বৌদ্ধবিহার বিশ্ববিদ্যালয়ের ব্যাং-র্ত্সে মহাবিদ্যালয়ে অধ্যাপক হিসেবে যোগ দেন। তিনি ১৬০৩ খ্রিষ্টাব্দে দ্গা'-ল্দান বৌদ্ধবিহারের আঠাশতম দ্গা'-ল্দান-খ্রি-পা হিসেবে মনোনীত হন এবং চার বছর ঐ পদে থাকেন। তিনি চতুর্থ পাঞ্চেন লামা ব্লো-ব্জাং-ছোস-ক্যি-র্গ্যাল-ম্ত্শানের ব্যক্তিগত লামা এবং চতুর্থ দলাই লামা য়োন-তান-র্গ্যা-ম্ত্শোর দীক্ষাদাতা ছিলেন। তার অপর একজন উল্লেখযোগ্য শিষ্য ছিলেন দ্পাল-'ব্যোর-ল্হুন-গ্রুব যিনি পরবর্তীকালে পঞ্চম দলাই লামার শিক্ষক হিসেব নিয়োজিত হন।[]

তথ্যসূত্র

সম্পাদনা
  1. Chhosphel, Samten (সেপ্টেম্বর ২০১০)। "The Twenty-Eighth Ganden Tripa, Gendun Gyeltsen"The Treasury of Lives: Biographies of Himalayan Religious Masters। সংগ্রহের তারিখ ২০১৪-০৪-০৯ 
পূর্বসূরী
সাংস-র্গ্যাস-রিন-ছেন
দ্গে-'দুন-র্গ্যাল-ম্ত্শান
আঠাশতম দ্গা'-ল্দান-খ্রি-পা
উত্তরসূরী
ব্শেস-গ্ন্যেন-গ্রাগ্স-পা