দ্কোন-ম্ছোগ-ব্দে-ছেন

দ্কোন-ম্ছোগ-ব্দে-ছেন (ওয়াইলি: dkon mchog bde chen) (১৭৩৭-১৭৯৬) তিব্বতের আমদো অঞ্চলের ব্লা-ব্রাং-ব্ক্রা-শিস-'খ্যিল বৌদ্ধবিহারের (ওয়াইলি: bla-brang bkra-shis-'khyil) উনিশতম প্রধান ছিলেন।

সংক্ষিপ্ত জীবনী সম্পাদনা

দ্কোন-ম্ছোগ-ব্দে-ছেন ১৭৩৭ খ্রিষ্টাব্দে তিব্বতের ম্দ্জোদ-দ্গে (ওয়াইলি: mdzod dge) নামক স্থানে জন্মগ্রহণ করেন। তিনি ব্লা-ব্রাং-ব্ক্রা-শিস-'খ্যিল বৌদ্ধবিহারেদ্রেপুং বৌদ্ধবিহার বিশ্ববিদ্যালয়ে শিক্ষালাভ করেন। ১৭৮৭ খ্রিষ্টাব্দে তিনি ব্লা-ব্রাং-ব্ক্রা-শিস-'খ্যিল বৌদ্ধবিহারের (ওয়াইলি: bla-brang bkra-shis-'khyil) উনিশতম প্রধানের দায়িত্ব লাভ করেন ও এই পদে তিনি তিন বছর থাকেন। ১৭৯০ খ্রিষ্টাব্দে তিনি গ্সাং-স্ঙ্গাগ্স-স্মিন-র্গ্যাস-গ্লিং (ওয়াইলি: gsang sngags smin rgyas gling) বৌদ্ধবিহারের প্রধানের দায়িত্ব লাভ করেন।[১]

তথ্যসূত্র সম্পাদনা

  1. Dorje, Sonam (2012-10)। "Konchok Dechen"The Treasury of Lives: Biographies of Himalayan Religious Masters। সংগ্রহের তারিখ 2014-07-16  এখানে তারিখের মান পরীক্ষা করুন: |তারিখ= (সাহায্য)