দ্কোন-ম্ছোগ-ছোস-'ফেল

তিব্বতি বৌদ্ধ ভিক্ষু, গানদেন ত্রিপা

দ্কোন-ম্ছোগ-ছোস-'ফেল (তিব্বতি: དཀོན་མཆོག་ཆོས་འཕེལওয়াইলি: dkon mchog chos 'phel) (১৫৭৩-১৬৪৪) তিব্বতী বৌদ্ধধর্মের দ্গে-লুগ্স ধর্মসম্প্রদায়ের দ্গা'-ল্দান বৌদ্ধবিহারের পঁয়ত্রিশতম দ্গা'-ল্দান-খ্রি-পা বা প্রধান ছিলেন।

প্রথম জীবন সম্পাদনা

দ্কোন-ম্ছোগ-ছোস-'ফেল ১৫৭৩ খ্রিষ্টাব্দে দক্ষিণ তিব্বতের গ্র্বা-নাং-দ্গোন-ঝোল (ওয়াইলি: grwa nang dgon zhol) নামক স্থানে জন্মগ্রহণ করেন। শৈশবে তাকে ব্ক্রা-শিস-ছোস-লিং (ওয়াইলি: bkra shis chos gling) নামক মঠে ব্সোদ-নাম্স-র্গ্যাল (ওয়াইলি: bsod nams rgyal) নামক এক বৌদ্ধ ভিক্ষু দীক্ষাদান করেন। বারো বছর বয়সে তিনি দ্বাগ্স-পো (ওয়াইলি: dwags po) বিহারে স্লোব-দ্পোন-ব্লো-ব্জাং-ছোস-'ফেল (ওয়াইলি: slob dpon blo bzang chos 'phel) নামক শিক্ষার্থীর শপথ গ্রহণ করেন। এরপর তিনি স্ক্যি-শোদ (ওয়াইলি: skyid shod) বৌদ্ধবিহারে সূত্র ও তন্ত্র সম্বন্ধে শিক্ষালাভ করেন। চব্বিশ বছর বয়সে দ্পাল-'ব্যোর-র্গ্যা-ম্ত্শো নামক পচিশতম দ্গা'-ল্দান-খ্রি-পা তাকে ভিক্ষুর শপথ দান করেন। তৃতীয় দলাই লামা ব্সোদ-নাম্স-র্গ্যা-ম্ত্শো এবং ব্লো-গ্রোস-র্গ্যা-ম্ত্শো নামক ত্রিশতম দ্গা'-ল্দান-খ্রি-পা তার অন্যতম উল্লেখযোগ্য শিক্ষক ছিলেন।[১]

পরবর্তী জীবন সম্পাদনা

শিক্ষালাভের পর তিনি গ্সাং-ফু-রা-বা-স্তোদ (ওয়াইলি: gsang phu ra ba stod) এবং গ্যুতো মহাবিদ্যালয়ে অধ্যাপনা করেন। এই সময় তিনি চতুর্থ দলাই লামা য়োন-তান-র্গ্যা-ম্ত্শোকে শিক্ষাদান করেন। তিনি ১৬১২ খ্রিষ্টাব্দে গ্যুতো মহাবিদ্যালয়ের প্রধান, ১৬১৬ খ্রিষ্টাব্দে রিন-ছেন-গ্লিং (ওয়াইলি: rin chen gling) মঠের প্রধান এবং ১৬২০ খিষ্টাব্দে গ্সাং-ফু (ওয়াইলি: gsang phu) বৌদ্ধবিহারের প্রধান হিসেবে অধিষ্ঠিত হন। এছাড়াও তিনি স্ক্যোর-মো-লুং (ওয়াইলি: skyor mo lung), গ্সাং-স্ঙ্গাগ্স-ম্খার (ওয়াইলি: gsang sngags mkhar), 'ও-খা-র্দ্জিং-স্প্যি (ওয়াইলি: 'o kha rdzing spyi) প্রভৃতি বৌদ্ধবিহারেরও প্রধান নির্বাচিত হন। তিনি ১৬২৩ খ্রিষ্টাব্দে ব্লো-গ্সাল-গ্লিং (ওয়াইলি: blo gsal gling) বৌদ্ধবিহারে ও ১৬২৫ খ্রিষ্টাব্দে দ্গা'-ল্দান বৌদ্ধবিহার বিশ্ববিদ্যালয়ের শার-র্ত্সে মহাবিদ্যালয়ে অধ্যাপনা করেন। ১৬২৯ খ্রিষ্টাব্দে তিনি দ্গা'-ল্দান বৌদ্ধবিহারের পঁয়ত্রিশতম দ্গা'-ল্দান-খ্রি-পা হিসেবে মনোনীত হন এবং নয় বছর ঐ পদে থাকেন। তিনি পঞ্চম দলাই লামা ঙ্গাগ-দ্বাং-ব্লো-ব্জাং-র্গ্যা-ম্ত্শোর শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন।[১]

তথ্যসূত্র সম্পাদনা

  1. Chhosphel, Samten (অক্টোবর ২০১০)। "The Thirty-Fifth Ganden Tripa, Konchok Chopel"The Treasury of Lives: Biographies of Himalayan Religious Masters। সংগ্রহের তারিখ ২০১৪-০৫-০৮ 
পূর্বসূরী
ঙ্গাগ-দ্বাং-ছোস-ক্যি-র্গ্যাল-ম্ত্শান
দ্কোন-ম্ছোগ-ছোস-'ফেল
পঁয়ত্রিশতম দ্গা'-ল্দান-খ্রি-পা
উত্তরসূরী
ব্স্তান-'দ্জিন-লেগ্স-ব্শাদ