দোজখ (পারসিক পুরাণ)

পাপিষ্ঠদের আবাসস্থল
(দোযখ থেকে পুনর্নির্দেশিত)

দোজখ / দোযখ বা দুযখ (ফার্সি: دوزخ) হল পারসিক পুরাণে নরক

এ শব্দটি এসেছে আবেস্তা ভাষায় দও‘অন উহ- এবং মধ্য পারসিক ভাষায় দুযোখ় হতে।

পারসিক পুরাণে নরক একটি গভীর কুয়া হিসেবে বর্ণিত - এটি ভয়াবহ কারণ এটি অন্ধকার, দুর্গন্ধযুক্ত ও অতিশয় সংকীর্ণ। সবচেয়ে ক্ষুদ্রতম খ্রাফস্তার (অপকারক প্রাণী) পর্বত সমান বৃহৎ এবং তারা প্রেরিত অভিশপ্তদের আত্মা ভক্ষণ করে। সেখানে প্রেরিতদের পাপ অনুসারে সবচেয়ে জঘন্যতম শাস্তি ও যন্ত্রণা দেয়া হয়। যৌন অপরাধের ওপর বেশ জোর দেয়া হয়েছে তবে অন্যান্য কর্মেরও উল্লেখ আছে যসব মজদীয় নৈতিক আদর্শের বহির্ভূত।

দোজখ প্রথমত আহ্রিমান, পিশাচ ও দ্রুজদের বাসস্থান। সব বায়ুমণ্ডলীয় দুর্যোগ যেমন তুষারপাত, শীত, জলবৃষ্টি, শিলাবৃষ্টি, তাপদাহ এর থেকে আসে বলে ধরা হয়।

তথ্যসূত্র সম্পাদনা

বহিঃসংযোগ সম্পাদনা

  • Encyclopædia Iranica: Iranian Religions: Zoroastrianism: Hell & its Concept in the Iranian Culture, By: Philippe Gignoux.
  • Zâdspram, Wizîdagîhâ, ed. and tr. with comm. Philippe Gignoux and Ahmad Tafazzoli as Anthologie de Zâdspram, Paris, 1994.


টেমপ্লেট:SouthEast-myth-stub