দোন-য়োদ-র্দো-র্জে

দোন-য়োদ-র্দো-র্জে (তিব্বতি: དོན་ཡོད་རྡོ་རྗེওয়াইলি: don yod rdo rje) (১৪৬৩- ১৫১২) তিব্বতের রিং-স্পুংস-পা রাজবংশের তৃতীয় রাজা ছিলেন।

রাজ্যাভিষেক ও ধর্মীয় পৃষ্ঠপোষকতা সম্পাদনা

১৪৭৯ খ্রিষ্টাব্দে রিং-স্পুংস-পা রাজবংশের দ্বিতীয় রাজা কুন-তু-ব্জাং-পোর মৃত্যু হলে কনিষ্ঠ সন্তান দোন-য়োদ-র্দো-র্জে সিংহাসনে আরোহণ করেন। তিনি কার্মা-ব্কা'-ব্র্গ্যুদ ধর্মসম্প্রদায়ের সপ্তম র্গ্যাল-বা-কার্মা-পা ছোস-গ্রাগ্স-র্গ্যা-ম্ত্শোর পৃষ্ঠপোষক ছিলেন। তিনি ছোস-গ্রাগ্স-র্গ্যা-ম্ত্শোর অনুরোধে লাসা শহরের অদূরে দ্গে-লুগ্স ধর্মসম্প্রদায়ের প্রভাবাধীন এলাকায় বৌদ্ধবিহার নির্মাণের চেষ্টা করলে সেরাদ্রেপুং বৌদ্ধবিহারের দ্গে-লুগ্স ধর্মসম্প্রদায়ের বৌদ্ধরা এই নির্মাণ ভেঙ্গে দেন।[১] এরফলে মধ্য তিব্বতে ধর্মীয় ও রাজনৈতিক একটি সংকট সৃষ্টি হয়।[২]

ফাগ-মো-গ্রু-পা রাজবংশের সাথে বিরোধ সম্পাদনা

১৪৮০ খ্রিষ্টাব্দে দোন-য়োদ-র্দো-র্জে একটি বিশাল সৈন্যবাহিনীর সাহায্যে দ্বুস অঞ্চল আক্রমণ করেন। তিনি লাসা শহরের নিকটবর্তী ক্যিশোদ অঞ্চল আক্রমণ করে ফাগ-মো-গ্রু-পা রাজবংশের অষ্টম রাজা কুন-দ্গা'-লেগ্স-পার প্রভাবশালী মন্ত্রী কাঝিপা পরিবারের কোনছোক রিনছেনকে বিতাড়িত করেন। যদিও তিনি বেশ কিছু অঞ্চলকে রিং-স্পুংস-পা রাজবংশের অধীনে নিয়ে আসেন, তবুও দ্গা'-ল্দান বৌদ্ধবিহার লুঠ করার তার প্রচেষ্টাকে প্রতিহত করা সম্ভব হয়।[১][৩][৪] এই আক্রমণের পর ফাগ-মো-গ্রু-পা রাজ্যের মন্ত্রীরা পরামর্শ করে তাদের রাজা কুন-দ্গা'-লেগ্স-পাকে নির্বাসনে পাঠিয়ে ঙ্গাগ-গি-দ্বাং-পোকে পরবর্তী রাজা নির্বাচিত করেন। ঙ্গাগ-গি-দ্বাং-পোর রাজত্বকালে ১৪৮৫ খ্রিষ্টাব্দে দোন-য়োদ-র্দো-র্জে র্গ্যাল-র্ত্সে শহর আক্রমণ করে অধিকার করে নেন।[৩][৫] ১৪৯১ খ্রিষ্টাব্দে ঙ্গাগ-গি-দ্বাং-পোর মৃত্যু হলে রিং-স্পুংস-পার দ্বিতীয় রাজা কুন-তু-ব্জাং-পোর ভ্রাতা গ্ত্সো-স্ক্যেস-র্দো-র্জে উত্তরাধিকারী ঙ্গাগ-দ্বাং-ব্ক্রা-শিস-গ্রাগ্স-পার নাবালকত্বের সুযোগে রাজ্যের অভিভাবক হয়ে যান।[৬] ১৪৯৮ খ্রিষ্টাব্দে লাসা শহরে বসবাসকারী কার্মা-ব্কা'-ব্র্গ্যুদ ধর্মসম্প্রদায়ের এক উচ্চপদস্থ বৌদ্ধকে হত্যা করা হলে দোন-য়োদ-র্দো-র্জে লাসা অবরোধ করেন। এই বছর থেকে প্রায় কুড়ি বছর কার্মা-ব্কা'-ব্র্গ্যুদ ধর্মসম্প্রদায়ের বৌদ্ধরা দ্গে-লুগস সম্প্রদায়ের বৌদ্ধদের লো-গ্সার বা তিব্বতী নববর্ষের দিনে উদ্‌যাপন করার জন্য স্মোন-লাম-ছেন-মো নামক উৎসব পালনে বাধা সৃষ্টি করে।[৭] ১৪৯৯ খ্রিষ্টাব্দে দোন-য়োদ-র্দো-র্জের অনুমতিক্রমে ঙ্গাগ-দ্বাং-ব্ক্রা-শিস-গ্রাগ্স-পা ফাগ-মো-গ্রু-পা রাজবংশের পরবর্তী রাজা হিসেবে সিংহাসনে বসলে গ্ত্সো-স্ক্যেস-র্দো-র্জে অভিভাবকত্ব থেকে সরে আসেন। ১৫১০ খ্রিষ্টাব্দে গ্ত্সো-স্ক্যেস-র্দো-র্জের মৃত্যু হলে দোন-য়োদ-র্দো-র্জের সঙ্গে ঙ্গাগ-দ্বাং-ব্ক্রা-শিস-গ্রাগ্স-পার মধ্যে একটি সামরিক লড়াই শুরু হলেও দ্রুত তাদের মধ্যে মধ্যস্থতা হয়ে যায়।

গুরুত্ব সম্পাদনা

দোন-য়োদ-র্দো-র্জের রাজত্বে রিং-স্পুংস-পা রাজবংশের শক্তি প্রচন্ড ভাবে বৃদ্ধি পায়। তাকে ছোস-র্গ্যাল এবং মিওয়াং নামক রাজকীয় উপাধিতে ভূষিত করা হয় এবং মধ্য তিব্বতের একছত্র অধিপতি হিসেবে বর্ণনা করা হয়। তার পরপর সামরিক অভিযানের জন্য তাঁবুতে বসবাস করার কারণে তাকে দেপা গারপা বা চলমান শাসক হিসেবে অভিহিত করা হত।[৮]ফাগ-মো-গ্রু-পা রাজবংশের সঙ্গে বিরোধ ছাড়াও ১৪৯৯ খ্রিষ্টাব্দে দোন-য়োদ-র্দো-র্জে পশ্চিম তিব্বতের গুজ রাজ্যকে যুদ্ধে পরাস্ত করেন।[৯] ১৫১২ খ্রিষ্টাব্দে তার মৃত্যু হলে সাময়িকভাবে জিলোনপা নামক এক ব্যক্তির হাতে ক্ষমতা চলে গেলেও গ্ত্সো-স্ক্যেস-র্দো-র্জের পুত্র ঙ্গাগ-দ্বাং-র্নাম-র্গ্যাল পরবর্তী রাজা হিসেবে সিংহাসনে বসেন। কিন্তু বস্তুতপক্ষে রিং-স্পুংস-পা রাজবংশের প্রভাব দোন-য়োদ-র্দো-র্জের মৃত্যুর সাথেই কমতে শুরু করে।[১]

তথ্যসূত্র সম্পাদনা

  1. Tsepon W.D. Shakabpa, One Hundred Thousand Moons, Leiden 2010, p. 277.
  2. Giuseppe Tucci, Deb t'er dMar po gSar ma', Rome 1971, pp. 222–25.
  3. Tsepon W.D. Shakabpa, Tibet. A Political History, Yale 1967, p. 87
  4. Per K. Sorensen & Guntram Hazod, Rulers on the Celestial Plain, Wien 2007, p. 500.
  5. Giuseppe Tucci, Deb t'er dMar po gSar ma', Rome 1971, pp. 226.
  6. Giuseppe Tucci, Tibetan Painted Scrolls. Rome 1949, p. 693.
  7. Per K. Sorensen & Guntram Hazod, Rulers on the Celestial Plain, Wien 2007, p. 502.
  8. Per K. Sorensen & Guntram Hazod, Rulers on the Celestial Plain, Wien 2007, p. 503.
  9. R. Vitali, The kingdoms of Gu.ge Pu.hrang, Dharamsala 1996, p. 536.
পূর্বসূরী
কুন-তু-ব্জাং-পো
দোন-য়োদ-র্দো-র্জে
তৃতীয় রিং-স্পুংস-পা শাসক
উত্তরসূরী
ঙ্গাগ-দ্বাং-র্নাম-র্গ্যাল