দৈনিক সিলেটের ডাক
বাংলাদেশি দৈনিক পত্রিকা
দৈনিক সিলেটের ডাক যা সিলেটের ডাক নামে বহুল পরিচিত, হচ্ছে একটি বাংলাদেশী দৈনিক সংবাদপত্র, যা সিলেট থেকে বাংলা ভাষায় প্রকাশিত হয়।[১][২] সংবাদপত্রটি ১৯৮৪ সালের ১৮ জুলাই প্রথম প্রকাশিত হয়।[২] ৩০ বছরেরও অধিক পুরোনো এই সংবাদপত্রটি সিলেটের সর্বাধিক প্রচারিত দৈনিক পত্রিকা।[৩]
ধরন | দৈনিক সংবাদপত্র |
---|---|
ফরম্যাট | ব্রডশিট |
মালিক | রাগীব আলী |
প্রকাশক | নিরপেক্ষ |
সম্পাদক | আব্দুল হাই |
ভাষা | বাংলা |
সদর দপ্তর | সিলেট বাংলাদেশ |
সহোদর সংবাদপত্র | দৈনিক জালালাবাদ |
ওয়েবসাইট | দাপ্তরিক ওয়েবসাইট |
প্রকাশনা
সম্পাদনাসিলেট থেকে প্রকাশিত সিলেটের ডাক সংবাদপত্রটি সিলেটের স্থানীয় দৈনিক পত্রিকাগুলোর মধ্যে সর্বাধিক প্রচারিত এবং জনপ্রিয় হওয়া সত্ত্বেও পত্রিকাটির মালিক দণ্ডপ্রাপ্ত হলে উচ্চ আদালতের নির্দেশে ২০১৭ সালে পত্রিকাটির প্রকাশনা বাতিল করা হয়।[৪] যা পরবর্তীতে স্থগিত করা হয়।[৩]
নিয়মিত আয়োজন
সম্পাদনাআরো দেখুন
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ "সারাদেশের পত্রিকার প্রচার সংখ্যা ও বিজ্ঞাপন হার" (পিডিএফ)। বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর। ৬ মে ২০১৮। সংগ্রহের তারিখ ১৬ জুলাই ২০১৯।
- ↑ ক খ "দৈনিক সিলেটের ডাক" এর ৩৩ তম জন্মবার্ষিকী ও প্রতিষ্ঠাতা মুহাম্মদ ফয়জুর রহমানের কিছু কথা (১ম পর্ব )"। ২৮ জুলাই ২০১৭। সংগ্রহের তারিখ ২৯ ডিসেম্বর ২০১৮।
- ↑ ক খ "দৈনিক-সিলেটের-ডাক - সিলেট বিভাগ"। প্রথম আলো। ২৯ নভেম্বর ২০১৭। সংগ্রহের তারিখ ২৯ ডিসেম্বর ২০১৮।
- ↑ "সিলেটের ডাক-এর প্রকাশনা বন্ধ"। দৈনিক মানবজমিন। ১৯ জুন ২০১৭। সংগ্রহের তারিখ ৬ জানুয়ারি ২০১৯।