দৈনিক প্রতিদিনের সংবাদ

দৈনিক প্রতিদিনের সংবাদ বাংলাদেশ থেকে এবং বাংলা ভাষায় প্রকাশিত একটি দৈনিক সংবাদপত্র। ২০২২ অনুযায়ী সংবাদপত্রটির প্রচারসংখ্যা ছিল ১,৬১,১০৮টি ও এটি বাংলাদেশের অষ্টম প্রচারিত বাংলা পত্রিকা।[১][২] এটি ফ্রক্স মিডিয়া লিমিটেডের কর্তৃক প্রকাশিত। ব্রডশিটের পাশাপাশি অনলাইন সংস্করণ ও ই-পেপার সংস্করণ রয়েছে।

দৈনিক প্রতিদিনের সংবাদ
ধরনদৈনিক পত্রিকা
ফরম্যাটব্রডশিট ও অনলাইন সংস্করণ
প্রতিষ্ঠাকাল২০১৪
ভাষাবাংলা
সদর দপ্তর১৫৯/ ডি, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮
ওয়েবসাইটদৈনিক প্রতিদিনের সংবাদ

পত্রিকার বিবরণ

সম্পাদনা

দৈনিক প্রতিদিনের সংবাদ ব্রডশিট আকারে মুদ্রিত হয়। এতে বাদামি নিউজপ্রিন্ট কালারের কাগজ ব্যবহার করা হয়। কলাম সংখ্যা রয়েছে ৮টি। অনলাইন সংস্করণের পাশাপাশি পত্রিকাটি চার রঙে মুদ্রিত ই-পেপার রয়েছে। নিয়মিত পৃষ্ঠার সংখ্যা ১২ টি। বর্তমান সম্পাদক ও প্রকাশক : মো. সাইদুল ইসলাম, ফ্রক্স মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ১৫৯/ ডি, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে প্রকাশিত ও মিডিয়া প্রিন্টার্স, ৪৪৬/এইচ, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, ঢাকা থেকে মুদ্রিত।

নিয়মিত আয়োজন

সম্পাদনা
  • জাতীয়
  • রাজনীতি, সম্পাদকের বাছাই
  • মুক্তিযুদ্ধ, মুক্তমত
  • আন্তর্জাতিক, দেশ পরিবেশ
  • বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন, খেলা প্রবাসে
  • বাংলার মুখ জীবন-যেমন
  • বাণিজ্য, অপরাধ, আদালত, ক্যাম্পাস
  • শিল্প-সাহিত্য, স্বাস্থ্য, ফ্যাশন ভিডিও গ্যালারী,
  • বিচিত্র, কোপা, রাজধানী

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "পত্র-পত্রিকার প্রচার সংখ্যা ও বিজ্ঞাপন হার" (পিডিএফ)dfp.portal.gov.bdবাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর। সংগ্রহের তারিখ ১ মে ২০২১ 
  2. পারভীন, চৌধুরী সাহেলা (১১ সেপ্টেম্বর ২০২২)। "পত্র-পত্রিকার প্রচার সংখ্যা ও বিজ্ঞাপন হার" (পিডিএফ)চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর