দৈনিক কালবেলা
দৈনিক কালবেলা বাংলাদেশ থেকে প্রকাশিত একটি দৈনিক পত্রিকা। সংবাদপত্রটি ২৫ জানুয়ারি ১৯৯১ সালে প্রথম প্রকাশনার অনুমতি পায় বাংলাদেশ সরকারের কাছ থেকে।[১] কালবেলা মিডিয়া লিমিটেডের পক্ষে দৈনিক পত্রিকাটির প্রকাশক সন্তোষ শর্মা। ঢাকার নিউমার্কেট এলাকায় পত্রিকাটির সদরদপ্তর অবস্থিত। ২০২২ সালের জুন থেকে আবেদ খান সংবাদপত্রটির সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।[২][৩] ২০২২ সালের সরকারি একটি বিজ্ঞপ্তি অনুসারে দৈনিক কালবেলার প্রত্যাহিক প্রচারসংখ্যা ছিল ১ লাখ ৪১ হাজার।[৪][৫]
ধরন | দৈনিক পত্রিকা, অনলাইন পত্রিকা |
---|---|
ফরম্যাট | ব্রডশিট ও অনলাইন সংস্করণ |
মালিক | কালবেলা মিডিয়া লিমিটেড বিশ্বাস বিল্ডার্স লিমিটেড |
প্রকাশক | সন্তোষ শর্মা |
সম্পাদক | সন্তোষ শর্মা |
লেখক কর্মী | ২৫০ জন |
প্রতিষ্ঠাকাল | ২৫ জানুয়ারি, ১৯৯১ |
রাজনৈতিক মতাদর্শ | গণতান্ত্রিক মূল্যবোধ নির্ভর আদর্শ |
ভাষা | বাংলা |
সদর দপ্তর | নিউ মার্কেট সিটি কমপ্লেক্স, ঢাকা, বাংলাদেশ |
দেশ | বাংলাদেশ |
প্রচলন | ১ লাখ ৪০ হাজার (২০২২) |
ওয়েবসাইট | www |
ইতিহাস
সম্পাদনাদৈনিক কালবেলা ১৯৯১ সালে সরকার কর্তৃক প্রকাশের অনুমতি পায়। ২০২২ সালে সাংবাদিক আবেদ খান সম্পাদক হিসেবে যোগদান করেন। ২০২৩ সালের নভেম্বরে তাকে পদত্যাগে বাধ্য করেন বর্তমান সম্পাদক সন্তোষ শর্মা। [৬]
পত্রিকার বিবরণ
সম্পাদনাপত্রিকাটি ব্রডশিট আকারে ঢাকা থেকে প্রকাশিত হয়। ছাপা পত্রিকাসহ অনলাইন মাধ্যমে পত্রিকাটি পড়া যায়।
নিয়মিত আয়োজন
সম্পাদনা- যত মত তত পথ
- বাণিজ্যবেলা
- দেশকাল
- প্রয়োজন আছে
- বিশ্ববেলা
- তারাবেলা
- যন্তর মন্তর
- খেলা
- শেষপাতা
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "কালবেলা"। kalbela.com। সংগ্রহের তারিখ ২০২২-১০-০১।
- ↑ প্রতিবেদক, জ্যেষ্ঠ। "দৈনিক কালবেলায় যোগ দিলেন আবেদ খান"। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। সংগ্রহের তারিখ ২০২২-১০-০১।
- ↑ dailyjagaran.com। "দৈনিক কালবেলায় যোগ দিলেন বরেণ্য ও কিংবদন্তিতুল্য সাংবাদিক আবেদ খান"। dailyjagaran.com। সংগ্রহের তারিখ ২০২২-১০-০১।
- ↑ "পত্র-পত্রিকার প্রচার সংখ্যা ও বিজ্ঞাপন হার" (পিডিএফ)। dfp.portal.gov.bd। বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর। সংগ্রহের তারিখ ১ মে ২০২১।
- ↑ পারভীন, চৌধুরী সাহেলা (১১ সেপ্টেম্বর ২০২২)। "পত্র-পত্রিকার প্রচার সংখ্যা ও বিজ্ঞাপন হার" (পিডিএফ)। চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর।
- ↑ "কালবেলা থেকে আবেদ খানের বিদায়"। Bangladesh Journal Online। সংগ্রহের তারিখ ২০২৩-১১-১০।