দেভলেত হাতুন প্রথম বায়েজীদের স্ত্রী।এবং সুলতান প্রথম মুহাম্মদ এর মা। (Ottoman Turkish: دولت خاتون‎;)[১][২]

দেভলেত হাতুন
ভালিদে সুলতান
দেভলেত হাতুের মাজার,বুরসা
ভালিদে সুলতান
রাজত্ব৫ জুলাই ১৪১৩ – ২৩ জানুয়ারি ১৪১৪
পূর্বসূরিনিলুফার হাতুন
উত্তরসূরিহুমা হাতুন
জন্ম১৩৬১ ২৩ জানুয়ারি ১৪১৪
কুতাহিয়া
মৃত্যু২৩ জানুয়ারি ১৪১৪
বুরসা, উসমানীয় সাম্রাজ্য (বর্তমান বুরসা, তুর্কি)
সমাধি
দেভলেত হাতুনের সমাধি বুরসা
দাম্পত্য সঙ্গীপ্রথম বায়েজীদ
বংশধরপ্রথম মুহাম্মদ,ঈসা চেলেবি
ধর্মইসলাম

জীবনী সম্পাদনা

দেভলেত হাতুন ছিলেন সুলতান প্রথম বায়েজীদের শেষ স্ত্রী। তার পূর্ব তার নাম দাউলত বিনতে-ই আব্দুল্লাহ হিসাবে নিবন্ধিত রয়েছে। এর দ্বারা বোঝা যায় যে প্রথম মুহাম্মদের মা ছিলেন অ-তুর্কি বংশোদ্ভূত[১]।  যদিও তার কবরের কাছে চিহ্ন (পরবর্তী বিভাগে ছবিটি দেখুন) বলছেন যে দেভলেত Germiyanid এর কন্যা অর্থাত তুর্কি প্রিন্সের কন্যা, তিনি জাতিগতভাবে তুর্কি বংশোদ্ভুত ছিল[১]।তার পিতা(Yakup II of Germiyan) জেরমিয়ানের দ্বিতীয় ইয়াকুব অথবা(Süleyman of Germiyan)জেরমিয়ানের সুলাইমান।

দেভলেত হাতুন ২৩ জানুয়ারী ১৪১৪ সালে মারা যান  এবং বুরসার দেভলেত হাতুন মাজার (Türbesi) এ সমাহিত করা হয়[৩]

তথ্যসূত্র সম্পাদনা