দেবদাস (১৯৭৯-এর চলচ্চিত্র)
১৯৭৯ সালে মুক্তিপ্রাপ্ত বাংলা ভাষার ভারতীয় চলচ্চিত্র
দেবদাস ১৯৭৯ সালে মুক্তিপ্রাপ্ত বাংলা ভাষার ভারতীয় চলচ্চিত্র। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত দেবদাস উপন্যাস অবলম্বনে চলচ্চিত্রটি পরিচালনা করেন দিলীপ রায়। এই একই গল্প নিয়ে একই নামে এর আগে ও পরে বিভিন্ন ভারতীয় ভাষায় চলচ্চিত্রটি তৈরি হয়েছে । এই সিনেমায়া মুখ্য ভূমিকায় অভিনয় করেছিলেন সৌমিত্র চট্টোপাধ্যায় এবং উত্তম কুমার । যথাক্রমে দেবদাস ও চুণীলালের চরিত্রে ।
দেবদাস | |
---|---|
পরিচালক | দিলীপ রায় |
প্রযোজক | সুনীল রাম |
উৎস | শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কর্তৃক দেবদাস |
শ্রেষ্ঠাংশে | |
মুক্তি |
|
স্থিতিকাল | ১৫৩ মিনিট |
দেশ | ভারত |
ভাষা | বাংলা |
কুশীলব
সম্পাদনা- সৌমিত্র চট্টোপাধ্যায় - দেবদাস মুখোপাধ্যায়
- সুমিত্রা মুখোপাধ্যায় - পার্বতী
- সুপ্রিয়া চৌধুরী - চন্দ্রমুখী
- উত্তম কুমার - চুনীলাল
- চেতনা দাস - কুমুদ, দেবদাসের বৌদি
- সন্ধ্যা রানী - দেবদাসের মা
- ভানু বন্দ্যোপাধ্যায়
- অনুপ কুমার
- কালী বন্দ্যোপাধ্যায়
তথ্যসূত্র
সম্পাদনাবহিঃসংযোগ
সম্পাদনা- ইন্টারনেট মুভি ডেটাবেজে দেবদাস (ইংরেজি)