দেয়ান লভরেন

ক্রোয়েশীয় ফুটবলার
(দেজান লভরেন থেকে পুনর্নির্দেশিত)

দেজান লভরেন (ক্রোয়েশীয় উচ্চারণ: [dějan lǒʋren];[৪][৫] জন্ম ৫ জুলাই ১৯৮৯) একজন ক্রোয়েশীয় পেশাদার ফুটবলার, যিনি রুশ প্রিমিয়ার লিগের ক্লাব জিনিত সেন্ট পিটার্সবার্গক্রোয়েশিয়া জাতীয় দলের হয়ে সেন্টার ব্যাক হিসেবে খেলেন।

দেজান লভরেন
২০২০ সালে জেনিত সেন্ট পিটার্সবার্গের সাথে লাভরেন
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নাম দেজান লভরেন[১]
জন্ম (1989-07-05) ৫ জুলাই ১৯৮৯ (বয়স ৩৪)[২]
জন্ম স্থান জেনিৎসা,
এসআর বসনিয়া ও হার্জেগোভিনা,
এসএফআর যুগোস্লাভিয়া
উচ্চতা ১.৮৮ মিটার[৩][২]
মাঠে অবস্থান সেন্টার-ব্যাক
ক্লাবের তথ্য
বর্তমান দল
জিনিত সেন্ট পিটার্সবার্গ
জার্সি নম্বর
যুব পর্যায়
বিএসসি সেন্ডলিং
১৯৯৯–২০০২ এনকে ইলোভাক
২০০২–২০০৪ এনকে কার্লোভাক
২০০৪–২০০৬ দিনামো জাগরেব
জ্যেষ্ঠ পর্যায়*
বছর দল ম্যাচ (গোল)
২০০৬–২০১০ দিনামো জাগরেব ৩৭ (১)
২০০৬–২০০৮ইন্টার জাপ্রেশিচ (ধার) ৫০ (১)
২০১০–২০১৩ ওলাঁপিক ৭২ (২)
২০১৩–২০১৪ সাউদাম্পটন ৩১ (২)
২০১৪–২০২০ লিভারপুল ১৩১ (৫)
২০২০– জিনিত সেন্ট পিটার্সবার্গ ৫০ (৩)
জাতীয় দল
২০০৪–২০০৫ ক্রোয়েশিয়া ইউ১৭ ১৮ (২)
২০০৬ ক্রোয়েশিয়া ইউ১৮ (০)
২০০৬–২০০৮ ক্রোয়েশিয়া ইউ১৯ ১০ (১)
২০০৭–২০০৯ ক্রোয়েশিয়া ইউ২০ (০)
২০০৭–২০১০ ক্রোয়েশিয়া ইউ২১ ১৯ (৩)
২০০৯– ক্রোয়েশিয়া ৭২ (৫)
অর্জন ও সম্মাননা
পুরুষ ফুটবল
 ক্রোয়েশিয়া-এর প্রতিনিধিত্বকারী
ফিফা বিশ্বকাপ
রানার-আপ ২০১৮
* কেবল ঘরোয়া লিগে ক্লাবের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা গণনা করা হয়েছে এবং ১২ নভেম্বর ২০২২ তারিখ অনুযায়ী সকল তথ্য সঠিক।
‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ১৪:৫৬, ১৬ নভেম্বর ২০২২ (ইউটিসি) তারিখ অনুযায়ী সঠিক।

দেজান লভরেন ২০১০ সালের জানুয়ারি মাসে ওলাঁপিক লিয়োনেতে যোগ দেওয়ার আগে দিনামো জাগরেবে তার কর্মজীবন শুরু করেন। তিনি লিগ ১ দলের সঙ্গে সাড়ে তিন মৌসুম কাটিয়েছেন এবং সাউদাম্পটনে ২০১৩ সালে চুক্তিবদ্ধ হওয়ার আগে ২০১২ কুপ দি ফ্রান্স জিতেছিলেন। সাউদাম্পটনে একটি মৌসুম থাকার পর, তিনি ২০ মিলিয়ন পাউন্ডের বিনিময়ে লিভারপুলে যোগ দেন। রুশ চ্যাম্পিয়ন জেনিট সেন্ট পিটার্সবার্গে ২০২০ সালের জুলাইয় মাসে যোগ দেওয়ার আগে তিনি ক্লাবের হয়ে ১৮৫ টি খেলায় অংশ নিয়েছিলেন, ২০১৯ সালে উয়েফা চ্যাম্পিয়নস লিগ এবং ২০২০ সালে প্রিমিয়ার লিগ জিতেছিলেন। চার মাসের মধ্যে, তিনি আর্তেম জিউবার স্থলাভিষিক্ত হয়ে দলের অধিনায়ক হন। ইতিপূর্বে বিভিন্ন যুব পর্যায়ে ক্রোয়েশিয়ার প্রতিনিধিত্ব করার পরে, তিনি ২০০৯ সালে তার ঊর্ধ্বতন দলে অভিষিক্ত হয়েছিলেন এবং তারপর থেকে তার দেশের হয়ে ৬০ টিরও বেশি খেলায় অংশ নিয়েছিলেন। তিনি ব্রাজিলে অনুষ্ঠিত ২০১৪ ফিফা বিশ্বকাপ এবং রাশিয়ায় অনুষ্ঠিত ২০১৮ ফিফা বিশ্বকাপের—পরবর্তীতে তারা বিশ্বকাপ জয়ী ফ্রান্সের বিপক্ষে পরাজিত হয়েছিল—সেইসঙ্গে উয়েফা ইউরো ২০২০-এর জন্য ক্রোয়েশিয়ার দলে বা স্কোয়াডে নির্বাচিত হয়েছিলেন।

তথ্যসূত্র সম্পাদনা

  1. "FIFA World Cup Russia 2018: List of Players: Croatia" (পিডিএফ)। FIFA। ১৫ জুলাই ২০১৮। পৃষ্ঠা 7। ১১ জুন ২০১৯ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। 
  2. "Dejan Lovren"Liverpool F.C.। ২১ এপ্রিল ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০ নভেম্বর ২০২২ 
  3. "Dejan Lovren" (রুশ ভাষায়)। FC Zenit Saint Petersburg। সংগ্রহের তারিখ ২০ নভেম্বর ২০২২ 
  4. "Dèjan"Hrvatski jezični portal (সার্বো-ক্রোয়েশিয় ভাষায়)। সংগ্রহের তারিখ ২০ নভেম্বর ২০২২Dèjan 
  5. "Lóvro"Hrvatski jezični portal (সার্বো-ক্রোয়েশিয় ভাষায়)। সংগ্রহের তারিখ ২০ নভেম্বর ২০২২Lòvren 

বহিঃসংযোগ সম্পাদনা