দেওয়ান বাড়ি মসজিদ

দেওয়ান বাড়ি মসজিদ
অবস্থান বাজিতপুর, কিশোরগঞ্জ
স্থাপত্য তথ্য

ইতিহাস সম্পাদনা

দেওয়ান গৌউস খান ১১০৫ হিজরী সনে মসজিদটি প্রতিষ্ঠিত করেন। তিনি মোঘল আমলে এখানকার গভর্নর ছিলেন। ব্রিটিশ আমলে ভূমিকম্পে এর ব্যাপক ক্ষতিসাধন হয়। পরবর্তীতে এটিকে পুনঃ সংস্কার কর হয় এবং এটি সর্বস্তরের সন্মিলিত প্রচেষ্টায় নির্মাণ ব্যয় কার্য সম্পন্ন করেন।

অবস্থান সম্পাদনা

কিশোরগঞ্জ জেলার বাজিতপুর উপজেলায় দেওয়ান বাড়ী মসজিদের অবস্থান।

স্থাপত্যশৈলী সম্পাদনা

মসজিদটির সুনিপুন সৌন্দর্য্যময় কারুকার্য চমৎকার এবং নির্মাণশৈলী মোঘল ও সেন বংশীয় স্থাপত্যের স্পষ্ট নিদর্শন রয়েছে। ৩ গম্বুজ বিশিষ্ট মসজিদটির পশ্চিম দেয়ালে ৩ টি মেহরাব রয়েছে। এছাড়া ৪ টি বড় কোণিক মিনার, ৫টি দরজা এবং ২ টি শিলালিপি রয়েছে।

আরও দেখুন সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

[১][২]

  1. "ভাগলপুর দেওয়ান বাড়ী মসজিদ"আমাদের কিশোরগঞ্জ। সেপ্টে ২২, ২০১১। এপ্রিল ২৫, ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৭-০৩-১১ 
  2. "দেওয়ান বাড়ী মসজিদ"বাংলাদেশ বার্তা২৪। Monday, 25 August 2014। সংগ্রহের তারিখ 2017-03-11  এখানে তারিখের মান পরীক্ষা করুন: |তারিখ= (সাহায্য)[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]