দুলহা মিল গয়া
২০১০ সালে মুক্তিপ্রাপ্ত হিন্দি চলচ্চিত্র
(দুলহা মিল গ্যায়া থেকে পুনর্নির্দেশিত)
দুলহা মিল গয়া (হিন্দি: दुल्हा मिल गया, অনুবাদ 'পাত্র পাওয়া গেছে') ২০১০ সালের একটি বলিউড চলচ্চিত্র। ছবিটি পরিচালনা করেছেন মুদাসসার আজিজ। এতে শ্রেষ্ঠাংশে অভিনয় করেন ফারদিন খান, সুস্মিতা সেন, ইশিতা শর্মা ও জনি লিভার। ছবিতে শাহরুখ খান একটি বিশেষ চরিত্রে অভিনয় করেছেন।
দুলহা মিল গয়া | |
---|---|
পরিচালক | মুদাসসার আজিজ |
প্রযোজক | বিবেক ভাস্বানী |
কাহিনিকার | বিবেক ভাস্বানী মুদাসসার আজিজ |
শ্রেষ্ঠাংশে |
|
সুরকার | ললিত পণ্ডিত প্রিতম চক্রবর্তী |
চিত্রগ্রাহক | সুনীল পাতেল |
সম্পাদক | সঞ্জয় ইংলে |
পরিবেশক | ইনসাইট প্রডাকশনস মোরফিয়াস মিডিয়া ভেনচার |
মুক্তি | ৮ জানুয়ারি, ২০১০ |
স্থিতিকাল | ১৫২ মিনিট |
দেশ | ভারত |
ভাষা | হিন্দি |
নির্মাণব্যয় | ২৫ কোটি টাকা[১] |
আয় | ৩.৯০ কোটি টাকা[২] |
শ্রেষ্ঠাংশে
সম্পাদনা- ফারদিন খান - তেজ "দনসাই" ধনরাজ
- সুস্মিতা সেন - শিম্মের কানহাই
- ইশিতা শর্মা - সমার্প্রীত কাপুর / সামারা কাপুর
- শাহরুখ খান - পবন রাজ গান্ধী (পি আর জি)
- সুচিত্রা পিল্লাই - জাসমিন (শিম্মের'র নকর)
- হাওয়ার্ড রসেমেয়ের - লোটাস (শিম্মের'র রাধুনি)
- জনি লিভার - হুসাইন ভাই
- মোহিত চাড্ডা - জিগার
- তারা শর্মা - তানভী
- পরীক্ষাট সাহনী - বাদে পা (সমার্প্রীত'র কাকা)
- বিনা কাক - গুর্নাম কাপুর (সমার্প্রীত'র কাকি)
- অনুষ্কা মানচন্দা - শিলা
- বিবেক ভাস্বানী - মি: আইনজীবী
সংগীত
সম্পাদনাসাউন্ড ট্র্যাক
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ "SRKs Dulha Mil Gaya sold for Rs. 25 crore"। ১৯ সেপ্টেম্বর ২০১০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ ডিসেম্বর ২০১১।
- ↑ "Dulha Mil Gaya"। Ibosnetwork। ১০ জুলাই ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৪ জুলাই ২০১০।
বহিঃসংযোগ
সম্পাদনা- ইন্টারনেট মুভি ডেটাবেজে দুলহা মিল গয়া (ইংরেজি)