দুবাই ফার্মেসি কলেজ
দুবাই ফার্মেসী কলেজ হলো সংযুক্ত আরব আমিরাতের প্রথম ফার্মেসী বিষয়ক শিক্ষা প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি ১৯৯২ সালে প্রতিষ্ঠিত হয়। এর প্রতিষ্ঠাতা সমাজসেবক হাজ্বী মুহাম্মদ বিন আহমেদ আল লুতাহ। ২০০৫ সালে প্রতিষ্ঠানটি দুবাই কোয়ালিটি এপ্রেসিয়েশন প্রোগ্রাম পুরস্কার জিতেছে। শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম পুরস্কার প্রদান করেন।[১]
كلية دبي للصيدلة | |
ধরন | বেসরকারী |
---|---|
স্থাপিত | ১৯৯২ |
চেয়ারম্যান | সাইদ বিন আহমেদ আল লুতাহ |
আচার্য | না |
সভাপতি | না |
উপ-সভাপতি | না |
অধীক্ষক | না |
উপাচার্য | না |
প্রাধ্যক্ষ | না |
রেক্টর | না |
অধ্যক্ষ | না |
ডিন | অধ্যাপক সাইদ আহমেদ খান |
অবস্থান | মুহাইসিনাহ , দুবাই , ইউএই |
ওয়েবসাইট | প্রাতিষ্ঠানিক ওয়েবসাইট |
![]() |
তথ্যসূত্র সম্পাদনা
- ↑ "Dubai honours 15 businesses for excellence in quality."। Gulf News। ২০০৫-০৩-০১। সংগ্রহের তারিখ ২০০৮-০১-২৯।