দীপেশ চক্রবর্তী

ভারতীয় বাঙালি ইতিহাসবেত্তা

দীপেশ চক্রবর্তী (জন্ম: ১৯৪৮, কলকাতা) একজন ভারতীয় বাঙালি ইতিহাসবিদ। মূলত উত্তর উপনিবেশবাদ এবং সাবল্টার্ন থিয়োরি নিয়ে তাঁর কাজের জন্য তিনি বিশ্বের কাছে পরিচিতি লাভ করেছেন। বর্তমানে দীপেশ মার্কিন যুক্তরাষ্ট্রের শিকাগো বিশ্ববিদ্যালয়ে ইতিহাসের অধ্যাপনা করেন। ইতিহাস গবেষণায় তাঁর অবদানের জন্য ২০১৪ সালে তাঁকে টয়েনবি পুরস্কার (বিখ্যাত ইতিহাসবিদ আর্নল্ড জে. টয়েনবির নামে, যা সামাজিক বিজ্ঞানে মানবসভ্যতার প্রতি বিশেষ অবদানের জন্য দেওয়া হয়ে থাকে) প্রদান করা হয়।[]

লরেন্স এ. কিম্পটন ডিস্টিংগুইশড সার্ভিস প্রফেসর

দীপেশ চক্রবর্তী
জন্ম১৯৪৮
কলকাতা, ভারত
উচ্চশিক্ষায়তনিক পটভূমি
মাতৃ-শিক্ষায়তনঅস্ট্রেলীয় জাতীয় বিশ্ববিদ্যালয়, ক্যানবেরা (পিএইচডি)
অভিসন্দর্ভ (১৯৮৪)
উচ্চশিক্ষায়তনিক কর্ম
বিষয়ইতিহাস
প্রতিষ্ঠানশিকাগো বিশ্ববিদ্যালয়

ব্যাক্তিগত জীবন

সম্পাদনা

দীপেশ চক্রবর্তীর জন্ম ১৯৪৮ সালের ১৫ ডিসেম্বর। তার জন্ম ও বেড়ে ওঠা কলকাতায়। তার আদি পৈতৃক নিবাস বিক্রমপুরে। তার বাবা-মা দুজনই পূর্ববঙ্গের বিক্রমপুরের বজ্রযোগিনী এলাকার।[] []

শিক্ষা ও কর্মজীবন

সম্পাদনা

দীপেশ চক্রবর্তী প্রথমে তৎকালীন কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত প্রেসিডেন্সি কলেজ(বর্তমানে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়) থেকে পদার্থবিদ্যায় স্নাতক হন। এরপর তিনি ম্যানেজমেন্টে স্নাতকোত্তর করেন ইন্ডিয়ান ইন্সটিটিউট অফ ম্যানেজমেন্ট থেকে। এরপরে তিনি ক্যানবেরার অস্ট্রেলিয়া ন্যাশানাল ইউনিভার্সিটিতে যোগদান করেন, যেখান থেকে তাকে ইতিহাসে ডক্টর অফ ফিলোজফি (পিএইচডি) ডিগ্রী প্রদান করা হয়।

বর্তমানে দীপেশ চক্রবর্তী শিকাগো বিশ্ববিদ্যালয়ে ইতিহাস, দক্ষিণ এশীয় ভাষা ও সভ্যতার লরেন্স এ. কিম্পটন সম্মানিত সার্ভিস অধ্যাপক।[]

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "Dipesh Chakrabarty Named 2014 Toynbee Prize Recipient"। ২৭ জানুয়ারি ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। 
  2. "বৃহত্তর আত্মপরিচয়ের প্রতি বাংলাদেশের দায়বদ্ধতা আছে"প্রথম আলো। ২৯ মার্চ ২০২৩। সংগ্রহের তারিখ ৭ আগস্ট ২০২৪ 
  3. "আজি বাংলাদেশের হৃদয় হতে"প্রথম আলো। ৩০ জুলাই ২০২৪। সংগ্রহের তারিখ ৭ আগস্ট ২০২৪ 
  4. "Dipesh Chakrabarty | History | The University of Chicago"history.uchicago.edu। সংগ্রহের তারিখ ২০২১-০৯-০৯