দীপর বিল
ভারতের এক বিল
দীপর বিল (অসমীয়া: দীপৰ বিল) (উচ্চারণ: dɪpɔ:(r) bɪl) ভারতের আসামের কামরূপ জেলার গুয়াহাটির দক্ষিণ-পশ্চিমে অবস্থিত একটি বিল।[১]
দীপর বিল দীপৰ বিল | |
---|---|
অবস্থান | গুয়াহাটি, কামরূপ, আসাম |
স্থানাঙ্ক | ২৬°০৮′ উত্তর ৯১°৪০′ পূর্ব / ২৬.১৩° উত্তর ৯১.৬৬° পূর্ব |
ধরন | স্বাদু জল |
অববাহিকার দেশসমূহ | ভারত |
পৃষ্ঠতল অঞ্চল | ৪০.১৪ কিমি২ (১৫.৫০ মা২) |
গড় গভীরতা | ১ মি (৩.৩ ফু) |
সর্বাধিক গভীরতা | ৪ মি (১৩ ফু) |
পৃষ্ঠতলীয় উচ্চতা | ৫৩ মি (১৭৪ ফু) |
জনবসতি | বিলের ধারের বারোটি গ্রাম |
প্রাতিষ্ঠানিক নাম | দীপর বিল |
মনোনীত | ১৯ আগস্ট ২০০২ |
দীপর বিল পাখি আশ্রয়স্থলের বিস্তার ৪১৪ হেক্টর এলাকা যার বেশিরভাগ বিল এলাকায় পড়েছে। এই আশ্রয় এলাকায় বিভিন্ন প্রজাতির পাখির রক্ষণাবেক্ষণ করা হয়। আসামের বন বিভাগ পাখি ফাঁদে আটকান প্রতিরোধে আইন করেছে, কিন্তু আইন প্রয়োগের জন্য এখনো যথেষ্ট পদক্ষেপ নেই। এই বিলে ১২০ প্রজাতির অধিক পাখির প্রজাতি দেখা যায়, যেগুলোর মধ্যে মাছরাঙা, মাছধরা ঈগল, অ্যাডজুটেন্ট সারস এবং প্রচুর পাতিহাঁস দেখা যায়।[২] একটি নজর মিনার পাখি এবং নিরাপত্তার উদ্দেশ্যে বিলের তীরে স্থাপন করা হয়েছে।[৩]
আরও দেখুন
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ "Ramsar Wetlands Information Sheet — Deepor Beel" (পিডিএফ)। Ramsar Convention on Wetlands official website। ২৭ সেপ্টেম্বর ২০০৭ তারিখে মূল (PDF) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ জুন ২৭, ২০০৭।
- ↑ "Deepor Beel Bird Sanctuary, Guwahati"। ১৩ অক্টোবর ২০০৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৮ ফেব্রুয়ারি ২০১৭।
- ↑ "Save Deepor Beel Now or Never by Indrajit Dutta"। ৩ মার্চ ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৮ ফেব্রুয়ারি ২০১৭।