দি ক্লায়েন্ট বিখ্যাত লেখক জন গ্রিশামের কাহিনী অবলম্বনে নির্মিত ও জোয়েল শুমাখার পরিচালিত একটি চলচ্চিত্র। চলচ্চিত্রটিতে অভিনয় করেছেন সুসান স্যারান্ডন, টমি লী জোন্স, ব্র্যাড রেনফ্রো, মেরি লুইস পার্কার প্রমুখ। ক্রাইম সাসপেন্স জনরার এ মুভিতে অভিনয় করে সেরা অভিনেত্রীর অস্কার মনোনয়ন পেয়েছিলেন সুসান স্যারান্ডন।

দি ক্লায়েন্ট
দি ক্লায়েন্ট পোস্টার
পরিচালকজোয়েল শুমাখার
প্রযোজকআরনন মিলচেন
স্টিভেন রয়টার
চিত্রনাট্যকারআকিভা গোল্ডসম্যান
রবার্ট গেটসেল
উৎসজন গ্রিশামের কর্তৃক 
দ্য ক্লায়েন্ট (উপন্যাস)
শ্রেষ্ঠাংশেসুসান স্যারান্ডন
টমি লী জোন্স
সুরকারহাউয়ার্ড শোর
চিত্রগ্রাহকটনি পিয়ার্স-রবার্টস
সম্পাদকরবার্ট ব্রাউন
প্রযোজনা
কোম্পানি
পরিবেশকওয়ার্নার ব্রাদার্স
মুক্তি
  • ২০ জুলাই ১৯৯৪ (1994-07-20)
স্থিতিকাল১১৯ মিনিট
দেশযুক্তরাষ্ট্র
ভাষাইংরেজি
নির্মাণব্যয়$৪৫ মিলিয়ন[তথ্যসূত্র প্রয়োজন]
আয়$১১৭,৬১৫,২২১[১]

কাহিনী সংক্ষেপ

সম্পাদনা

মার্ক (রেনফ্রো) আর রিকি দুই সন্তান অল্পবয়সী স্বামী পরিত্যাক্ত ডায়ানের (লুইস পারকার)যাদের আর্থিক অবস্থা খুবই খারাপ। একদিন খেলার ছলে দুই ভাই এক মাফিয়া পরিবারের প্রধান আইনজীবী-এর আত্মহত্যা ঘটনার একমাত্র চাক্ষুষ সাক্ষী হয়ে যায়। এ গরিব পরিবারের উপর বিপদ নেমে আসে সবদিক থেকে যখন ছোট ছেলে রিকি একধরনের কোমায় চলে যায় আর বড় মার্ক শিকার হয়ে যায় সেই মাফিয়া পরিবারের যারা মনে করতে থাকে যে সেই উকিল মারা যাওয়ার আগে মার্ক কে কিছু গোপন কথা তাদের সম্পর্কে বলে গেছে। ঘটনা ঘোলাটে হয়ে যায় যখন এফবিআই-এর বড় কর্মকর্তা রয় ফল্ট্রিগ (টমি লী জন্স)এর দল ও এরকমই মনে করে আর মার্ক কে তাদের হয়ে সাক্ষী দেওয়ার জন্য চেষ্টা করতে থাকে। এসময় মার্ক কে সাহায্য করতে এগিয়ে আসে এক মহিলা উকিল রেজি লাভ (সুসান স্যারান্ডন)।

অভিনয়ে

সম্পাদনা

চলচ্চিত্রটি রটেন টম্যাটো অনুযায়ী ৩৫ জন বিশ্লেষকের মতামতে ৮০% স্কোর করতে সমর্থ হয়।[২]

পুরস্কার

সম্পাদনা

সুসান স্যারান্ডন সেরা অভিনেত্রীর অস্কার মনোনয়ন পান এবং BAFTA পুরস্কার জিতে নেন সেরা অভিনেত্রী হিসেবে।

তথ্যসূত্র

সম্পাদনা

বহিঃসংযোগ

সম্পাদনা