দিশপুর কলেজ

আসামের কলেজ

দিশপুর কলেজ গণেশগুড়িতে অবস্থিত এক মহাবিদ্যালয়। এই মহাবিদ্যালয় গুয়াহাটি বিশ্ববিদ্যালয়ের অন্তর্ভুক্ত।

দিশপুর কলেজ
ধরনমহাবিদ্যালয়
স্থাপিত১৯৭৮
অবস্থান, ,
মানচিত্র

স্থাপন সম্পাদনা

দিশপুর মহাবিদ্যালয়ে ১৯৭৮ সালের ২৮ আগস্ট নৈশ পাঠদান কার্যসূচীর শুভারম্ভ ঘটে। ১৯৯২-৯৩ সালে প্রথমবার মহাবিদ্যালয়ের বার্ষিক পত্রিকা "অরুণ" উন্মোচিত হয়। ২০০২-০৩ সালে কম্পিউটার কেন্দ্র উদ্বোধন করা হয়। এর মুখ্যবাণী হল: " সম্পূর্ণ বিকাশের স্থান"।

১৯৭৮ সাল ২৮ আগস্টে গোপাল বড়ো সরকারী উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে কলা শাখার সান্ধ্য শ্রেণীতে দিশপুর মহাবিদ্যালয় শুরু হয়েছিল। প্রতিষ্ঠাতা অধ্যক্ষ ছিলেন ঘনকান্ত চেতিয়া ফুকন। অধ্যক্ষ রেবকান্ত হাজারিকার কার্যকালে ১৯৮৭ সালে মহাবিদ্যালয়টি গণেশগুড়ি চারিআলির নরকাসুর পাহাড়ের পাদদেশের বর্তমান স্থানে স্থানান্তর করা হয়েছিল। নৈশ শ্রেণীর অবলুপ্তি ঘটিয়ে দিনের শ্রেণীতে পরিবর্তন করা হয়েছিল। অঞ্চলটির ছাত্রদের চাহিদার প্রতি নজর দিয়ে সকালের শ্রেণীও আরম্ভ করা হয়েছিল। ১৯৯১-৯২ শিক্ষাবর্ষ থেকে বাণিজ্য শাখাও আরম্ভ করা হয়।[১]

পাঠক্রম এবং বিভাগ সম্পাদনা

  • অসমীয়া বিভাগ
  • ইংরাজী বিভাগ
  • দর্শন বিভাগ
  • ইতিহাস বিভাগ
  • রাজনীতি বিজ্ঞান বিভাগ
  • অর্থনীতি বিভাগ
  • শিক্ষা বিভাগ
  • গাণনিক বিভাগ
  • ব্যবস্থাপনা বিভাগ
  • মুদ্রা বিভাগ
  • গণিত বিভাগ
  • কম্পিউটার বিভাগ
  • বি.বি.এ. বিভাগ

পাঠদানের সময় সম্পাদনা

দৈনিক সকাল ৯টা থেকে বেলা ৪টে পর্যন্ত।

প্রাচীর পত্রিকাসমূহ সম্পাদনা

  • প্রজ্ঞান
  • পত্রিকা বিভাগ

তথ্যসূত্র সম্পাদনা

  1. । Dispur Colege official Website http://www.dispurcollege.org/। সংগ্রহের তারিখ ১৫ জানুয়ারি ২০১৭  |শিরোনাম= অনুপস্থিত বা খালি (সাহায্য)

বহিঃসংযোগ সম্পাদনা