দিল আশনা হ্যায়
হেমা মালিনী পরিচালিত ১৯৯২ সালে মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র
দিল আশনা হ্যায় (হিন্দি: दिल अश्ना है, অনুবাদ 'হৃদয় সত্য জানে') ১৯৯২ সালের একটি বলিউড চলচ্চিত্র। চলচ্চিত্রটি প্রযোজনা ও পরিচালনা করেছেন অভিনেত্রী হেমা মালিনী। চলচ্চিত্রটিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন জীতেন্দ্র, ডিম্পল কাপাদিয়া, অমৃত সিং, সনু ওয়ালিয়া, কবির বেদী, শাহরুখ খান ও দিব্যা ভারতী।
দিল আশনা হ্যায় | |
---|---|
পরিচালক | হেমা মালিনী |
প্রযোজক | হেমা মালিনী |
রচয়িতা | ইকবাল দুররানি ইমতিয়াজ হুসাইন সুরজ সানিম |
শ্রেষ্ঠাংশে | জীতেন্দ্র ডিম্পল কাপাদিয়া অমৃত সিং সনু ওয়ালিয়া কবির বেদী শাহরুখ খান দিব্যা ভারতী |
সুরকার | আনন্দ-মিলিন্দ |
পরিবেশক | এইচ. এম. ক্রিসনস |
মুক্তি | ২৩ অক্টোবর ১৯৯২ |
স্থিতিকাল | ১৬৪ মিনিট |
দেশ | ভারত |
ভাষা | হিন্দি |
অভিনয়ে
সম্পাদনা- জীতেন্দ্র ... প্রিন্স অর্জুন সিং
- ডিম্পল কাপাদিয়া ... বারখা
- অমৃত সিং ... রাজ
- সনু ওয়ালিয়া ... সালমা
- কবির বেদী ... দিগভিজায় সিং
- শাহরুখ খান ... করণ
- দিব্যা ভারতী ... লায়লা / সিতারা
- ফরিদা জালাল ... রাজিয়া
- মিঠুন চক্রবর্তী ... সুনীল (বিশেষ উপস্থিতি)
- রাজা মুরাদ ... গভের্ধান দাস
- সুষমা শেঠ ... মিসেস. বাইগ
সংগীত
সম্পাদনাসাউন্ড ট্র্যাক
সম্পাদনাজি মিউজিক
তথ্যসূত্র
সম্পাদনাবহিঃসংযোগ
সম্পাদনা- ইন্টারনেট মুভি ডেটাবেজে দিল আশনা হ্যায় (ইংরেজি)