দিয়েগো পিতুকা

ব্রাজিলীয় ফুটবল খেলোয়াড়

দিয়েগো পিতুকা এভারিস্তো (পর্তুগিজ: Diego Pituca; জন্ম: ১ আগস্ট ১৯৯২; দিয়েগো পিতুকা নামে সুপরিচিত) হলেন একজন ব্রাজিলীয় পেশাদার ফুটবল খেলোয়াড়। তিনি বর্তমানে জাপানের পেশাদার ফুটবল লিগের শীর্ষ স্তর জে১ লিগের ক্লাব কাশিমা অ্যান্টলার্সের হয়ে মধ্যমাঠের খেলোয়াড় হিসেবে খেলেন।[১][২] তিনি মূলত কেন্দ্রীয় মধ্যমাঠের খেলোয়াড় হিসেবে খেললেও মাঝেমধ্যে রক্ষণাত্মক মধ্যমাঠের খেলোয়াড় হিসেবে খেলেন।

দিয়েগো পিতুকা
২০১৮ সালে সান্তোসের হয়ে পিতুকা
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নাম দিয়েগো পিতুকা এভারিস্তো
জন্ম (1992-08-01) ১ আগস্ট ১৯৯২ (বয়স ৩১)
জন্ম স্থান মোজি গুয়াসু, ব্রাজিল
উচ্চতা ১.৭৫ মিটার (৫ ফুট ৯ ইঞ্চি)
মাঠে অবস্থান মধ্যমাঠের খেলোয়াড়
ক্লাবের তথ্য
বর্তমান দল
কাশিমা অ্যান্টলার্স
জার্সি নম্বর ২১
যুব পর্যায়
২০০২–২০০৯ গুয়াসুয়ানো
২০০৯–২০১০ ইতাপিরেন্সে
জ্যেষ্ঠ পর্যায়*
বছর দল ম্যাচ (গোল)
২০১১ মিনেইরোস (০)
২০১১ ব্রাজিলিস ১৫ (০)
২০১২–২০১৩ গুয়াসুয়ানো ৩৯ (৬)
২০১৩–২০১৫ মাতোনেন্সে ৬৫ (৬)
২০১৪সাও জোয়াও (ধার) ১৩ (৩)
২০১৫বোতাফোগো (ধার) ১২ (০)
২০১৬–২০১৭ বোতাফোগো ৪৮ (৩)
২০১৭–২০২১ সান্তোস ১২৩ (৬)
২০২১– কাশিমা অ্যান্টলার্স ২৬ (২)
* কেবল ঘরোয়া লিগে ক্লাবের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা গণনা করা হয়েছে এবং ০৫:৪৯, ৬ মে ২০২২ (ইউটিসি) তারিখ অনুযায়ী সকল তথ্য সঠিক।

প্রারম্ভিক জীবন সম্পাদনা

দিয়েগো পিতুকা এভারিস্তো ১৯৯২ সালের ১লা আগস্ট তারিখে ব্রাজিলের মোজি গুয়াসুতে জন্মগ্রহণ করেছেন এবং সেখানেই তার শৈশব অতিবাহিত করেছেন।

তথ্যসূত্র সম্পাদনা

  1. "トップチーム – 鹿島アントラーズ オフィシャルサイト" [খেলোয়াড় / কর্মকর্তা – কাশিমা অ্যান্টলার্স]। antlers.co (জাপানি ভাষায়)। কাশিমা, টোকিও, জাপান: কাশিমা অ্যান্টলার্স। ৫ এপ্রিল ২০২২। ৫ এপ্রিল ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৫ এপ্রিল ২০২২ 
  2. "Kashima Antlers – J.LEAGUE" [কাশিমা অ্যান্টলার্স – জে. লিগ]। jleague.co (জাপানি ভাষায়)। জাপান: জে লিগ। ৫ এপ্রিল ২০২২। ৫ এপ্রিল ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৫ এপ্রিল ২০২২ 

বহিঃসংযোগ সম্পাদনা