দিনেশ রাজবনশি

নেপালি ফুটবলার

দিনেশ রাজবনশি (ইংরেজি: Dinesh Rajbanshi; জন্ম: ৫ এপ্রিল ১৯৯৮) হলেন একজন নেপালি পেশাদার ফুটবল খেলোয়াড়। তিনি বর্তমানে নেপালি ক্লাব ধনগধী এবং নেপাল জাতীয় দলের হয়ে রক্ষণভাগের খেলোয়াড় হিসেবে খেলেন। তিনি মূলত ডান পার্শ্বীয় রক্ষণভাগের খেলোয়াড় হিসেবে খেলেন।

দিনেশ রাজবনশি
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নাম দিনেশ রাজবনশি
জন্ম (1998-04-05) ৫ এপ্রিল ১৯৯৮ (বয়স ২৬)
জন্ম স্থান নেপাল
মাঠে অবস্থান রক্ষণভাগের খেলোয়াড়
ক্লাবের তথ্য
বর্তমান দল
ধনগধী
জার্সি নম্বর
জ্যেষ্ঠ পর্যায়*
বছর দল ম্যাচ (গোল)
২০১৮ নেপাল পুলিশ
২০১৯–২০২০ চেয়াসাল যুব
২০২১– ধনগধী
জাতীয় দল
২০১৭–২০১৮ নেপাল অনূর্ধ্ব-২৩ (০)
২০১৮– নেপাল ২০ (০)
* কেবল ঘরোয়া লিগে ক্লাবের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা গণনা করা হয়েছে এবং ০৭:৩৮, ১৫ সেপ্টেম্বর ২০২১ (ইউটিসি) তারিখ অনুযায়ী সকল তথ্য সঠিক।
‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ১১:৪৬, ২৩ অক্টোবর ২০২১ (ইউটিসি) তারিখ অনুযায়ী সঠিক।

২০১৮ সালে , নেপালি ক্লাব নেপাল পুলিশের হয়ে খেলার মাধ্যমে তিনি তার জ্যেষ্ঠ পর্যায়ের খেলোয়াড়ি জীবন শুরু করেছেন; নেপাল পুলিশের হয়ে মাত্র এক মৌসুম অতিবাহিত করার পর ২০১৯–২০ মৌসুমে তিনি চেয়াসাল যুব দলে যোগদান করেছেন। চেয়াসাল যুব দলে এক মৌসুম অতিবাহিত করার পর ধনগধীর সাথে চুক্তি স্বাক্ষর করেছেন।

২০১৭ সালে, দিনেশ নেপাল অনূর্ধ্ব-২৩ দলের হয়ে নেপালের বয়সভিত্তিক পর্যায়ে অভিষেক করেছিলেন। তিনি ২০১৮ সালে নেপালের হয়ে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেছেন; নেপালের জার্সি গায়ে তিনি এপর্যন্ত ২০ ম্যাচে অংশগ্রহণ করেছেন।

প্রারম্ভিক জীবন সম্পাদনা

দিনেশ রাজবনশি ১৯৯৮ সালের ৫ই এপ্রিল তারিখে নেপালে জন্মগ্রহণ করেছেন।

আন্তর্জাতিক ফুটবল সম্পাদনা

দিনেশ নেপাল অনূর্ধ্ব-২৩ দলের হয়ে খেলার মাধ্যমে নেপালের প্রতিনিধিত্ব করেছেন। ২০১৭ সালের ১৭ই আগস্ট তারিখে তিনি ২০১৮ প্রীতি ম্যাচে উজবেকিস্তান অনূর্ধ্ব-২৩ দলের বিরুদ্ধে ম্যাচে নেপাল অনূর্ধ্ব-২৩ দলের হয়ে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেছেন।[১] দিনেশ ইন্দোনেশিয়ায় অনুষ্ঠিত ২০১৮ এশিয়ান গেমসের জন্য ২০১৮ সালের সেপ্টেম্বর মাসে প্রকাশিত নেপাল অনূর্ধ্ব-২৩ দলে স্থান পেয়েছিলেন; যেখানে তিনি মাত্র ১ ম্যাচে অংশগ্রহণ করেছেন।[২]

২০১৮ সালের ২৭শে মার্চ তারিখে, ১৯ বছর, ১১ মাস ও ২২ দিন বয়সে, ডান পায়ে ফুটবল খেলায় পারদর্শী দিনেশ ইয়েমেনের বিরুদ্ধে অনুষ্ঠিত ২০১৯ এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বের ম্যাচে অংশগ্রহণ করার মাধ্যমে আন্তর্জাতিক ফুটবলে নেপালের হয়ে অভিষেক করেছেন।[৩] তিনি উক্ত ম্যাচের মূল একাদশে অন্তর্ভুক্ত ছিলেন;[৪] ম্যাচটি ইয়েমেন ১–২ গোলের ব্যবধানে জয়লাভ করেছিল।[৫][৬] নেপালের হয়ে অভিষেকের বছরে দিনেশ সর্বমোট ৬ ম্যাচে অংশগ্রহণ করেছেন।

পরিসংখ্যান সম্পাদনা

আন্তর্জাতিক সম্পাদনা

২৩ অক্টোবর ২০২১ পর্যন্ত হালনাগাদকৃত।
দল সাল ম্যাচ গোল
নেপাল ২০১৮
২০১৯
২০২১
সর্বমোট ২০

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Nepal U23 - Uzbekistan U23, Jul 17, 2017 - International Friendlies - Match sheet"Transfermarkt (ইংরেজি ভাষায়)। ১৭ জুলাই ২০১৭। সংগ্রহের তারিখ ১৫ সেপ্টেম্বর ২০২১ 
  2. "Pakistan U23 vs. Nepal U23 - 19 August 2018"Soccerway। ১৯ আগস্ট ২০১৮। সংগ্রহের তারিখ ১৫ সেপ্টেম্বর ২০২১ 
  3. "Yemen - Nepal, Mar 27, 2018 - Asian Cup qualification - Match sheet"Transfermarkt (ইংরেজি ভাষায়)। ২৭ মার্চ ২০১৮। সংগ্রহের তারিখ ১৫ সেপ্টেম্বর ২০২১ 
  4. "Yemen - Nepal 2:1 (Asian Cup Qual. 2019, 3rd Round Group F)"worldfootball.net (ইংরেজি ভাষায়)। ২৭ নভেম্বর ২০২০। সংগ্রহের তারিখ ১৫ সেপ্টেম্বর ২০২১ 
  5. Strack-Zimmermann, Benjamin (২৭ মার্চ ২০১৮)। "Yemen vs. Nepal (2:1)"National Football Teams। সংগ্রহের তারিখ ১৫ সেপ্টেম্বর ২০২১ 
  6. "Yemen vs. Nepal - 27 March 2018"Soccerway। ২৭ মার্চ ২০১৮। সংগ্রহের তারিখ ১৫ সেপ্টেম্বর ২০২১ 

বহিঃসংযোগ সম্পাদনা