দিনগিরি বান্দা উইজেতুঙ্গা

দিনগিরি বান্দা উইজেতুঙ্গা (১৯১৬-২০০৮)[১] শ্রীলঙ্কার ৪র্থ রাষ্ট্রপতি ছিলেন ১৯৯৩ সালের ১ মে থেকে ১৯৯৪ সালের ১২ নভেম্বর পর্যন্ত; এর আগে তিনি দেশটির নবম প্রধানমন্ত্রী হিসেবে কাজ করেছেন ৬ মার্চ ১৯৮৯ তারিখ হতে ৭ মে ১৯৯৩ পর্যন্ত। এর আগে তিনি দেশটির একটি প্রাদেশিক গভর্নর হিসেবে কাজ করেছিলেন ১৯৮৮ সাল থেকে ১৯৮৯ সাল পর্যন্ত। তিনি ১৯৪৬ সালে ইউনাইটেড ন্যাশনাল পার্টিতে যোগ দিয়েছিলেন।[২] ১৯৩৯ সালে তিনি মাধ্যমিক পাশ করে ব্রিটিশ সিলন পুলিশে সাধারণ কনস্টেবল হিসেবে যোগ দিয়েছিলেন।

মাননীয় শ্রী লঙ্কাভিমান্য
দিনগিরি বান্দা উইজেতুঙ্গা
৪র্থ শ্রীলঙ্কার রাষ্ট্রপতি
কাজের মেয়াদ
৭ মে ১৯৯৩ – ১২ নভেম্বর ১৯৯৪
ভারপ্রাপ্তঃ ১ মে ১৯৯৩ – ৭ মে ১৯৯৩
প্রধানমন্ত্রীরনিল বিক্রমসিংহ
চন্দ্রিকা কুমারাতুঙ্গা
পূর্বসূরীরানাসিংহে প্রেমাদাসা
উত্তরসূরীচন্দ্রিকা কুমারাতুঙ্গা
শ্রীলঙ্কার ৯ম প্রধানমন্ত্রী
কাজের মেয়াদ
৬ মার্চ ১৯৮৯ – ৭ মে ১৯৯৩
রাষ্ট্রপতিরানাসিংহে প্রেমাদাসা
পূর্বসূরীরানাসিংহে প্রেমাদাসা
উত্তরসূরীরনিল বিক্রমসিংহ
ইউনাইটেড ন্যাশনাল পার্টির নেতা
কাজের মেয়াদ
৭ মে ১৯৯৩ – ১২ নভেম্বর ১৯৯৪
পূর্বসূরীরানাসিংহে প্রেমাদাসা
উত্তরসূরীরনিল বিক্রমসিংহ
ব্যক্তিগত বিবরণ
জন্ম(১৯১৬-০২-১৫)১৫ ফেব্রুয়ারি ১৯১৬
উড়ুনুওয়ারা, ব্রিটিশ সিলন
(এখন শ্রীলঙ্কা)
মৃত্যু২১ সেপ্টেম্বর ২০০৮(2008-09-21) (বয়স ৯২)
কান্ডি, শ্রীলঙ্কা
জাতীয়তাশ্রীলঙ্কান
রাজনৈতিক দলইউনাইটেড ন্যাশনাল পার্টি
দাম্পত্য সঙ্গীবিমলাবতী কুমারী
সন্তানচিত্তরঙ্গনী

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Wijetunga, Dingiri Banda | FactMonster"www.factmonster.com। সংগ্রহের তারিখ ২০২৩-০৮-১৫ 
  2. "Parliament of Sri Lanka - Wijetunga, Wijetunga Mudiyanselage Dingiri Banda"www.parliament.lk (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৩-০৮-১৫