দার আল-মুস্তফা হল একটি মাদরাসা, যা ইয়েমেন এর তারিম অঞ্চলে হাযারামাউত এ অবস্থিত।

দার আল-মুস্তফা
অবস্থান
মানচিত্র
,
তথ্য
ধরনইসলামিক
প্রতিষ্ঠাকাল১৯৯৭
প্রতিষ্ঠাতাহাবিব ওমর বিন হাফিজ
বিশেষজ্ঞইসলামী শিক্ষা
ডীনহাবিব ওমর বিন হাফিজ
লিঙ্গপুরুষ
বয়স৫+
Programফিকহ, আরবী ব্যাকরণ, আকায়েদ, হিফজুল কুরআন, তাফসীর, হাদীস, তাসাউফ
ওয়েবসাইটদার আল-মুস্তফা

ইতিহাস সম্পাদনা

১৯৯৩ সালে এই ইসলামী মাদরাসাটি হাবিব উমর বিন হাফিজ প্রতিষ্ঠা করেছিলেন। দার আল-মুস্তফা ক্যাম্পাসটি ১৯৯৭ সালের মে মাসে আনুষ্ঠানিকভাবে চালু হয়েছিল এবং ঐতিহ্যবাহী ইসলামী বৃত্তি লাভের কেন্দ্র হিসাবে অন্তর্ভুক্ত করা হয়েছিল। [১]

২০০৭ সালে এই মাদরাসায় বিভিন্ন দেশের ২৫০ জন শিক্ষার্থী অধ্যয়নরত ছিল। ২০০৯ সালে এই মাদরাসায় প্রায় ৭০০ শিক্ষার্থী ছিল, যাদের বেশিরভাগ বয়স ছিল ১৮ থেকে ২৫ বছরের মধ্যে।[২]

মাদরাসার জনপ্রিয়তার ফলস্বরূপ, পূর্ব তারিম ক্রমবর্ধমান বিকাশ লাভ করেছে যার কারণে সেখানে শিক্ষার্থী এবং আধ্যাত্মিক নেতারা তাদের পরিবার নিয়ে এই অঞ্চলে চলে আসছেন।

শিক্ষা পদ্ধতি সম্পাদনা

দার আল-মুস্তফার শিক্ষা ঐতিহ্যবাহী ইসলামী পড়াশোনার পদ্ধতি অনুসরণ করে আরবী ভাষায় প্রদান করা হয়। ইসলামী আইনশাসন, আরবি ব্যাকরণ, ইসলামী ধর্মতত্ত্ব, কুরআন মুখস্তকরণ, তাফসীর, হাদীস এবং সুফিবাদ ইত্যাদি বিষয়াদি শিক্ষা প্রদান করা হয়। পাঠ্যক্রমটি এমনভাবে নকশা করা হয়েছে যাতে একটি শিক্ষার্থী গড়ে চার বছরে সমস্ত মূল ক্লাস সম্পূর্ণ করতে পারে। [৩]

প্রতি বছর মাদরাসাটি, জুলাই থেকে আগস্টের মধ্যে ৪০ দিনের গ্রীষ্মকালীন একটি কোর্স পরিচালনা করে যা "দাওরা" নামে পরিচিত। [৪]

আরও দেখুন সম্পাদনা

আরও পড়ুন সম্পাদনা

বহিঃসংযোগ সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Habib Umar bin Hafiz"। Habib Umar। আগস্ট ২৮, ২০১১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ আগস্ট ১৩, ২০১১ 
  2. Worth, Robert F. (অক্টোবর ১৪, ২০০৯)। "Crossroads of Islam, Past and Present"Tarim Journal। New York: The New York Times। সংগ্রহের তারিখ আগস্ট ১৪, ২০১১ 
  3. "Dar al-Mustafa: Curriculum"। Dar al-Mustafa। জুলাই ২৫, ২০১১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ আগস্ট ১৩, ২০১১ 
  4. "The Dowra"। The Dowra। মার্চ ২৮, ২০১০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ অক্টোবর ৬, ২০১১