দামু (১৯৯৬-এর চলচ্চিত্র)
দামু রাজা সেন পরিচালিত এবং পশ্চিমবঙ্গ সরকার প্রযোজিত ১৯৯৬ সালের ভারতীয় বাংলা ভাষার একটি চলচ্চিত্র। এটি নারায়ণ গঙ্গোপাধ্যায়ের উপন্যাস পঞ্চাননের হাতি অবলম্বনে এবং সেনের পরিচালনায় প্রথম অভিনীত চলচ্চিত্র। ছবিটি ১৯৯৬ সালের ২৬ অক্টোবর মুক্তি পেয়েছিল[১] এবং সেরা শিশুতোষ চলচ্চিত্রের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতেছে।[২]
দামু | |
---|---|
পরিচালক | রাজা সেন |
প্রযোজক |
|
চিত্রনাট্যকার | মোহিত চট্টোপাধ্যায় |
কাহিনিকার | নারায়ণ গঙ্গোপাধ্যায় |
শ্রেষ্ঠাংশে | |
সুরকার | জটিলেশ্বর মুখার্জী |
চিত্রগ্রাহক | শক্তি ব্যানার্জী |
সম্পাদক | স্নেহাসিশ গাঙ্গুলী |
মুক্তি | ১৩ জুন ১৯৯৭ |
স্থিতিকাল | ২:৩৬:০ |
দেশ | ভারত |
ভাষা | বাংলা |
কাহিনী সংক্ষেপ
সম্পাদনাদামু এক অনাথ গ্রামে বৃদ্ধা পঞ্চাননের সাথে থাকে। পঞ্চাননের নাতনি রুঙ্কুর সাথে তাঁর বন্ধুত্ব গড়ে ওঠে। একদিন দামু তাকে গ্রামে একটি হাতির যাত্রার মনভোলা প্রতিশ্রুতি দেয়। তবে গ্রামে থেকে কোন হাতির হাতির বন্দোবস্ত না হওয়ায় রুঙ্কু হতাশ হয়ে কান্নায় ভেঙ্গে পড়ে। প্রতিশ্রুতি পূরণের জন্য দামু হাতির সন্ধানে রওনা হয়। তার যাত্রায়, তিনি অবমাননা, কটূক্তি, হয়রানির মুখোমুখি হয়েছিলেন কিন্তু কখনও আশা হারাননি। অবশেষে দামু একটি সার্কাস পেরিয়ে এসেছিল কিন্তু ম্যানেজার তার সাথে দেখা করতে রাজি হননি। ঘটনাচক্রে, দামু ডাকাতদের একটি দল থেকে সার্কাসটি সংরক্ষণ করে। তাই খুশি হয়ে সার্কের ম্যানজার দামুকে তাদের হাতিটি তিন দিনের জন্য ধার দেয়। এরপর দামু রুঙ্কুকে হাতির পিঠে করে দাদু বাড়িতে নিয়ে গেলে ঘটনার পরিসমাপ্তি ঘটে।
শ্রেষ্ঠাংশে
সম্পাদনা- রঘুবীর যাদব -দামু দাস
- সব্যসাচী চক্রবর্তী - পটাই চোর
- মনোজ মিত্র - দারোগা
- জ্ঞানেশ মুখোপাধ্যায় - সার্কাস জয়ী
- সত্য ব্যানার্জী - পঞ্চানন
- তরুণ কুমার
- রিমি সেন - রুঙ্কু
- স্মিতা সিনহা
খ্যাতি
সম্পাদনাসংগঠন | তারিখ | বিভাগ | প্রাপক এবং মনোনীতগণ | ফলাফল | রেফা.(s) |
---|---|---|---|---|---|
জাতীয় চলচ্চিত্র পুরস্কার | ১৯৯৬ | সেরা শিশুতোষ চলচ্চিত্র | রাজা সেন | বিজয়ী | [২] |
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ Damu Movie: Showtimes, Review, Trailer, Posters, News & Videos | eTimes, সংগ্রহের তারিখ ২০২০-০৭-২৫
- ↑ ক খ উদ্ধৃতি ত্রুটি:
<ref>
ট্যাগ বৈধ নয়;44thNFA
নামের সূত্রটির জন্য কোন লেখা প্রদান করা হয়নি