দাবণগেরে জেলা
দাবণগেরে জেলা, হলো দক্ষিণ ভারতে অবস্থিত কর্ণাটক রাজ্যের দক্ষিণ-মধ্যভাগে অবস্থিত একটি জেলা৷ এটি কর্ণাটকের চারটি প্রশাসনিক বিভাগের বেঙ্গালুরু বিভাগের অন্তর্গত৷ জেলাটির জেলাসদর রয়েছে দাবণগেরে শহরে৷ ২০১১ খ্রিস্টাব্দে জেলাটির ৩২.৩১ শতাংশ লোক শহরবাসী৷ ১৯৯৭ খ্রিস্টাব্দে চিত্রদুর্গ ও শিবমোগ্গা জেলা থেকে কিছু কিছু তালুক নিয়ে তৎকালীন মুখ্যমন্ত্রী জে. এইচ. প্যাটেল এই জেলাটি গঠন করেন৷ জেলাটিতে উত্তর ও দক্ষিণ উভয় কর্ণাটকীয় প্রভাব লক্ষ্য করা যায়৷
দাবণগেরে জেলা ದಾವಣಗೆರೆ | |
---|---|
কর্ণাটকের জেলা | |
কর্ণাটক রাজ্যে দাবণগেরে জেলার অবস্থান | |
স্থানাঙ্ক: ১৪°১৪′ উত্তর ৭৫°৫৪′ পূর্ব / ১৪.২৩° উত্তর ৭৫.৯° পূর্ব | |
রাষ্ট্র | ভারত |
রাজ্য | কর্ণাটক |
প্রতিষ্ঠাকাল | ১৫ই আগস্ট ১৯৯৭ |
সদর | দাবণগেরে |
তালুক | দাবণগেরে, হরিহর, জগলুর, হোন্নালি, চান্নগিরি, নিয়ামতি |
সরকার | |
• ডেপুটি কমিশনার | মহন্তেশ বেলাগি, আইএএস |
আয়তন | |
• মোট | ৪,৪৬০ বর্গকিমি (১,৭২০ বর্গমাইল) |
জনসংখ্যা (২০১১) | |
• মোট | ১৯,৪৫,৪৯৭ |
• জনঘনত্ব | ৪৪০/বর্গকিমি (১,১০০/বর্গমাইল) |
ভাষা | |
• দাপ্তরিক | কন্নড়, ইংরেজি |
সময় অঞ্চল | ভারতীয় প্রমাণ সময় (ইউটিসি+০৫:৩০) |
পিন | ৫৭৭ ০০১ থেকে ০০৬ |
টেলিফোন কোড | + ৯১ (০৮১৯২) |
যানবাহন নিবন্ধন | KA-17 (কেএ-১৭) |
ওয়েবসাইট | davanagere |
দাবণগেরে জেলায় রয়েছে ৬ টি তালুক, ২০টি হোবলি, ১৯৭ টি গ্রাম পঞ্চায়েত ও ৬৫২ টি গ্রাম রয়েছে৷ এছাড়া রয়েছে ৯০৪টি পাটন দুটি নগর নিগম ও একটি পৌরসংস্থা রয়েছে৷ [১]
ভূগোল
সম্পাদনাদাবণগেরে জেলাটি দাক্ষিণাত্য মালভূমির মধ্য-পশ্চিম দিকের বায়লুসীমাতে অবস্থিত৷ জেলাটির উত্তর দিকে রয়েছে বেল্লারী জেলা, পূর্ব দিকে রয়েছে চিত্রদুর্গ জেলা, দক্ষিণ দিকে রয়েছে চিকমাগালুর জেলা, দক্ষিণ-পশ্চিম দিকে রয়েছে শিবমোগ্গা জেলা এবং উত্তর-পশ্চিম দিকে রয়েছে হাবেরী জেলা৷ জেলাটি কর্ণাটকের কেন্দ্রস্থলে ১৩॰০৫' উত্তর অক্ষাংশ থেকে ১৪॰৫০' উত্তর অক্ষাংশ এবং ৭৫॰৩০' পূর্ব দ্রাঘিমা থেকে ৭৬॰৩০' পূর্ব দ্রাঘিমায় ৫৯২৬ বর্গকিলোমিটার ক্ষেত্রফলে অবস্থিত৷ জেলাটিতে একাধিক বায়ুকল রয়েছে৷
অর্থনীতি
সম্পাদনা২০০৬ খ্রিস্টাব্দে ভারত সরকারের গ্রামীণ বিকাশ এবং পঞ্চায়েত রাজ মন্ত্রণালয় দাবণগেরে জেলাটিকে ভারতের তৎকালীন ৬৪০ টি জেলার মধ্যে অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া আড়াইশো টি জেলার তালিকার অন্তর্ভুক্ত করেছে। [২] এরকম পিছিয়ে পড়া জেলার তকমা প্রাপ্ত কর্নাটকের পাঁচটি জেলার মধ্যে দাবণগেরে অন্যতম। জেলা টি ব্যাকওয়ার্ড রিজিওন গ্রান্ট ফান্ড বা বিআরজিএফ এর আওতাভুক্ত।[২]
জনতত্ত্ব
সম্পাদনা২০১১ খ্রিস্টাব্দে ভারতের জনগণনা অনুসারে কর্ণাটকের দাবণগেরে জেলার মোট জনসংখ্যা ছিলো ১৯,৪৫,৪৯৭ জন,[৩] যা আফ্রিকার দক্ষিণদিকে অবস্থিত লেসোথো রাষ্ট্রের [৪] বা আমেরিকা যুক্তরাষ্ট্রের পশ্চিম ভার্জিনিয়া রাজ্যের জনসংখ্যার সমতুল্য৷[৫] ২০১১ খ্রিস্টাব্দে ভারতের মোট ৬৪০ টি জেলার মধ্যে জনসংখ্যার বিচারে দাবণগেরে জেলাটি ২৪১তম স্থান অধিকার করেছে৷ জেলাটির জনঘনত্ব ৩২৯ জন প্রতি বর্গকিলোমিটার (৮৫০ জন/বর্গমাইল)৷ ২০০১ থেকে ২০১১ খ্রিস্টাব্দের মধ্যে এই জেলার জনসংখ্যার বৃদ্ধির হার ছিলো ০৮.৭১ শতাংশ৷ জেলাটিতে প্রতি হাজার পুরুষে ৯৬৭ জন নারী বাস করেন৷ এখানে সর্বমোট সাক্ষরতার হার ৭৫.৭৪ শতাংশ, যেখানে পুরুষ সাক্ষরতার হার ৮২.৪০ শতাংশ এবং নারী সাক্ষরতার হার ৬৮.৯১ শতাংশ৷ [৩]
বছর | জন. | ব.প্র. ±% |
---|---|---|
১৯০১ | ৪,০১,৯৯০ | — |
১৯১১ | ৪,১৮,৭১৫ | +০.৪১% |
১৯২১ | ৩,৯০,০০৯ | −০.৭১% |
১৯৩১ | ৪,৫১,৩৯২ | +১.৪৭% |
১৯৪১ | ৪,৯৭,২২১ | +০.৯৭% |
১৯৫১ | ৫,৮৪,৮২২ | +১.৬৪% |
১৯৬১ | ৭,৩৫,৯৩৭ | +২.৩২% |
১৯৭১ | ৯,৫৬,৬৫৪ | +২.৬৬% |
১৯৮১ | ১২,৬৬,৯৪৫ | +২.৮৫% |
১৯৯১ | ১৫,৫৯,২২২ | +২.১% |
২০০১ | ১৭,৯০,৯৫২ | +১.৪% |
২০১১ | ১৯,৪৫,৪৯৭ | +০.৮৩% |
উৎস:[৬] |
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ District formation ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ৩ মার্চ ২০১৫ তারিখে The Official Website Of Zilla Panchayat, Davangere, Government of Karnataka.
- ↑ ক খ Ministry of Panchayati Raj (৮ সেপ্টেম্বর ২০০৯)। "A Note on the Backward Regions Grant Fund Programme" (পিডিএফ)। National Institute of Rural Development। ৫ এপ্রিল ২০১২ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৭ সেপ্টেম্বর ২০১১।
- ↑ ক খ "District Census 2011"। Census2011.co.in। ২০১১। সংগ্রহের তারিখ ২০১১-০৯-৩০।
- ↑ US Directorate of Intelligence। "Country Comparison:Population"। ২০১১-০৯-২৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১১-১০-০১।
Lesotho 1,924,886
- ↑ "2010 Resident Population Data"। U. S. Census Bureau। ১৯ অক্টোবর ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১১-০৯-৩০।
West Virginia 1,852,994
- ↑ Decadal Variation In Population Since 1901