দাঁতা রাজ্য ছিলো ব্রিটিশ শাসিত ভারতে অবস্থিত একটি ১১ তোপ সেলামী সম্মানপ্রাপ্ত দেশীয় রাজ্য, যা বর্তমানে ভারতের অন্তর্গত৷ ব্রিটিশ ভারতে এটি বোম্বে প্রেসিডেন্সির বরোদা, পশ্চিম ভারত ও গুজরাত রাজ্য এজেন্সির মহীকাণ্ঠা এজেন্সিতে অবস্থিত রাজ্যগুলির মধ্যে একটি ছিলো।[১] বর্তমানে এটি গুজরাত রাজ্যের উত্তর-পূর্ব দিকে অবস্থিত। রাজ্যটির রাজধানী ছিল দাঁতা শহরে, যা রাজ্য গঠনের পর বনাসকাণ্ঠা জেলায় অবস্থিত।

দাঁতা রাজ্য
દાંતા
ব্রিটিশ ভারত দেশীয় রাজ্য
১০৬১–১৯৪৮

মধ্যবর্তী চিত্রাংশটিতে কমলা বর্ণে‌ চিহ্নিত দাঁতা রাজ্য
আয়তন 
• ১৯০১
৮৯৮.৭৩ বর্গকিলোমিটার (৩৪৭.০০ বর্গমাইল)
জনসংখ্যা 
• ১৯০১
১৮,০০০
ইতিহাস 
• প্রতিষ্ঠিত
১০৬১
১৯৪৮
উত্তরসূরী
ভারত
দাঁতা রাজ্যের মহারাজার রাজপ্রতীক

ইতিহাস সম্পাদনা

১৬০৮ খ্রিস্টাব্দে দাঁতা রাজ্যের প্রতিষ্ঠা হয়৷ ১৯৪৮ খ্রিস্টাব্দের ৬ই নভেম্বর দাঁতা রাজ্যের শেষ শাসক ভবানীসিংজী বরদের সম্মতি স্বাক্ষরে রাজ্যটি ভারতীয় অধিরাজ্যে যোগদান করেন৷ [২]

শাসকবর্গ সম্পাদনা

 
দাঁতা রাজ্যের রাজস্ব টিকিটে স্যার ভবানীসিংজীর চিত্র

দাঁতা দেশীয় রাজ্যের শাসকগণ মহারাণা উপাধিতে ভূষিত হতেন৷

মহারাণা সম্পাদনা

  • ১৬৮৭ – ১৭৪৩ পৃথ্বীসিংজী গজসিংজী বরদ পারমার
  • ১৭৪৩ বিক্রমদেওজী বরদ পারমার
  • ১৭৪৩ – ১৭.. করণসিংজী বরদ পারমার
  • ১৭.. – ১৭.. রতনসিংজী করণসিংজী বরদ পারমার
  • ১৭.. – ১৭৯৫ অভয়সিংজী বরদ পারমার
  • ১৭৯৫ – ১৮০০ দ্বিতীয় মানসিংজী অভয়সিংজী বরদ পারমার
  • ১৮০০ – ১৮২৩ জগৎসিংজী অভয়সিংজী বরদ পারমার
  • ১৮২৩ – ১৮৪৭ নরসিংজী অভয়সিংজী বরদ পারমার
  • ১৮৪৭ – ১৮৫৯ ঝলমসিংজী নরসিংজী বরদ পারমার
  • ১৮৫৯ – ১৮৬০ সর্দারসিংজী ঝলমসিংজী বরদ পারমার
  • ১৮৬০ – ১৮৭৬ হরিসিংজী নরসিংজী বরদ পারমার
  • ১ ডিসেম্বর ১৮৭৬ – ১৯০৮ যশবন্তসিংজী হরিসিংজী বরদ পারমার
  • ১৬ জুন ১৯০৮ – ১৯২৫ হামিরসিংজী যশবন্তসিংজী বরদ পারমার
  • ২০ নভেম্বর ১৯২৫ – ১৫ আগস্ট ১৯৪৭ ভবানীসিংজী হামিরসিংজী বরদ পারমার (২ জানুয়ারি ১৯৩৯ থেকে স্যার ভবানীসিংজী হামিরসিংজী বরদ পারমার)[৩]

তথ্যসূত্র সম্পাদনা

  1. Imperial Gazetteer of India, v. 20, p. 127.
  2. http://www.indianrajputs.com/view/danta_state
  3. "Indian Princely States before 1947 A-J"www.worldstatesmen.org। সংগ্রহের তারিখ ১৫ আগস্ট ২০১৯