দলদলী ইউনিয়ন
চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাট উপজেলার একটি ইউনিয়ন
দলদলী ইউনিয়ন ভোলাহাট উপজেলার একটি প্রশাসনিক এলাকা।[১]
অবস্থান ও আয়তন
সম্পাদনাদলদলি ইউনিয়ন এর আয়তন ৭৯৪৯.০২ একর। এবং লোকসংখ্যা ৩০২১৬ জন (প্রায়)।[২]
শিক্ষা
সম্পাদনাশিক্ষার হার ৬৫%।[৩]
প্রশাসনিক ব্যবস্থা
সম্পাদনাদলদলী ইউনিয়ন পরিষদ ভবন স্থাপন কাল আনুমানিক ১৯৬২ থেকে ১৯৬৩ সাল। এখানকার গ্রামের সংখ্যা ৩৮ টি এবং মৌজার সংখ্যা ১১ টি।
উল্লেখযোগ্য ব্যক্তি
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ "একনজরে দলদলী ইউনিয়ন"। সংগ্রহের তারিখ ২৫ জুন ২০১৬।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ ২০০৫ সালের আদম শুমারি
- ↑ ২০০১ এর শিক্ষা জরীপ অনুযায়ী