দয়ানন্দ অ্যাংলো-বৈদিক কলেজ পরিচালনা কমিটি
এই নিবন্ধটি অত্যন্ত সংক্ষিপ্ত।(মে ২০২২) |
দয়ানন্দ অ্যাংলো-বৈদিক কলেজ পরিচালনা কমিটি (DAVCMC) নামে পরিচিত একটি বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠান, যা ভারতে এবং ভারতের বাইরে ৯০০ টিরও অধিক বিদ্যালয় সহ ৭৫টি কলেজ এবং একটি বিশ্ববিদ্যালয় পরিচালনা করে থাকে।[২] ধর্ম ও সমাজ সংস্কারক স্বামী দয়ানন্দ সরস্বতীর আদর্শের উপর ভিত্তি করে এটি প্রতিষ্ঠিত। দয়ানন্দ অ্যাংলো বৈদিক সংক্ষিপ্ত রূপ হল D.A.V। দয়ানন্দ অ্যাংলো-বৈদিক শিক্ষা ব্যবস্থায় সমগ্র ভারতে অধ্যয়নের বিভিন্ন ক্ষেত্রে স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রি প্রদানকারী কলেজগুলোও রয়েছে।
গঠিত | ১ জুন ১৮৮৬ |
---|---|
প্রতিষ্ঠাতা | মহাত্মা হংসরাজ |
ধরন | বেসরকারি |
সদরদপ্তর | নতুন দিল্লী, ভারত |
দাপ্তরিক ভাষা | হিন্দি, ইংরেজি এবং অন্যান্য ধর্মীয় ভাষা |
প্রেসিডেন্ট | পুনাম সুরি[১] |
মূল ব্যক্তিত্ব | মহাত্মা হংসরাজ, রায় বাহাদুর লাল চাঁদ, ভগৎ ঈশ্বর দাস, লালা লাজপত রায়, লালা দ্বারকা দাস, রায় বাহাদুর দুর্গা দাস |
সম্পৃক্ত সংগঠন | সিবিএসই, আইসিএসই, অন্যান্য ধর্মীয় বোর্ড এবং আর্য সমাজ |
ওয়েবসাইট | www |
এই স্কুলগুলো ১৮৮৬ সালে লাহোরে প্রতিষ্ঠিত দয়ানন্দ অ্যাংলো-বৈদিক কলেজ ট্রাস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট সোসাইটি দ্বারা পরিচালিত হয়, যা সাধারণত দয়ানন্দ অ্যাংলো-বৈদিক শিক্ষা সমিতি নামেও পরিচিত।[৩][৪][৫] এটি গত দশ বছরে একক প্রতিষ্ঠান হিসাবে CBSE (দশম ও দ্বাদশ শ্রেণী) এর সর্বাধিক সংখ্যক শীর্ষস্থানীয় তৈরির রেকর্ড রাখে।[তথ্যসূত্র প্রয়োজন] আজ, D.A.V কলেজ ট্রাস্ট এবং ম্যানেজমেন্ট সোসাইটির প্রাতিষ্ঠানিক স্মারকগুলো দিল্লির টিনমূর্তি হাউসে নেহেরু মেমোরিয়াল মিউজিয়াম অ্যান্ড লাইব্রেরির আর্কাইভের অংশ।[৬]
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "Archived copy"। ১১ আগস্ট ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৫ সেপ্টেম্বর ২০১৫।
- ↑ "Introduction"। davuniversity.org। ১২ জুন ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১ জানুয়ারি ২০১৯।
- ↑ Gurukula Patrika, April–July, 1940-41, Ank 10, (12 June 1940), P.1
- ↑ Madalsa Ujjwal, 2008, "Swami Dayanand Saraswati Life and Ideas", Book Treasure Publications, Jodhpur, PP.96-97
- ↑ Gunjun H. Shakshi, 1971, "Social and Humanistic Life in India", Abhinav Publications, Delhi, PP.122-124.
- ↑ "Archives"। Nehru Memorial Museum & Library। ২০১১-০৫-০৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা।