দয়ানন্দ অ্যাংলো-বৈদিক কলেজ পরিচালনা কমিটি

শিক্ষামূলক সংস্থা

দয়ানন্দ অ্যাংলো-বৈদিক কলেজ পরিচালনা কমিটি (DAVCMC) নামে পরিচিত একটি বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠান, যা ভারতে এবং ভারতের বাইরে ৯০০ টিরও অধিক বিদ্যালয় সহ ৭৫টি কলেজ এবং একটি বিশ্ববিদ্যালয় পরিচালনা করে থাকে।[] ধর্ম ও সমাজ সংস্কারক স্বামী দয়ানন্দ সরস্বতীর আদর্শের উপর ভিত্তি করে এটি প্রতিষ্ঠিত। দয়ানন্দ অ্যাংলো বৈদিক সংক্ষিপ্ত রূপ হল D.A.V। দয়ানন্দ অ্যাংলো-বৈদিক শিক্ষা ব্যবস্থায় সমগ্র ভারতে অধ্যয়নের বিভিন্ন ক্ষেত্রে স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রি প্রদানকারী কলেজগুলোও রয়েছে।

দয়ানন্দ অ্যাংলো-বৈদিক পরিচালনা কমিটি
D.A.V College Managing Committee
গঠিত১ জুন ১৮৮৬ (১৩৮ বছর আগে) (1886-06-01)
প্রতিষ্ঠাতামহাত্মা হংসরাজ
ধরনবেসরকারি
সদরদপ্তরনতুন দিল্লী, ভারত
দাপ্তরিক ভাষা
হিন্দি, ইংরেজি এবং অন্যান্য ধর্মীয় ভাষা
প্রেসিডেন্ট
পুনাম সুরি[]
মূল ব্যক্তিত্ব
মহাত্মা হংসরাজ, রায় বাহাদুর লাল চাঁদ, ভগৎ ঈশ্বর দাস, লালা লাজপত রায়, লালা দ্বারকা দাস, রায় বাহাদুর দুর্গা দাস
সম্পৃক্ত সংগঠনসিবিএসই, আইসিএসই, অন্যান্য ধর্মীয় বোর্ড এবং আর্য সমাজ
ওয়েবসাইটwww.davcmc.net.in

এই স্কুলগুলো ১৮৮৬ সালে লাহোরে প্রতিষ্ঠিত দয়ানন্দ অ্যাংলো-বৈদিক কলেজ ট্রাস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট সোসাইটি দ্বারা পরিচালিত হয়, যা সাধারণত দয়ানন্দ অ্যাংলো-বৈদিক শিক্ষা সমিতি নামেও পরিচিত।[][][] এটি গত দশ বছরে একক প্রতিষ্ঠান হিসাবে CBSE (দশম ও দ্বাদশ শ্রেণী) এর সর্বাধিক সংখ্যক শীর্ষস্থানীয় তৈরির রেকর্ড রাখে।[তথ্যসূত্র প্রয়োজন] আজ, D.A.V কলেজ ট্রাস্ট এবং ম্যানেজমেন্ট সোসাইটির প্রাতিষ্ঠানিক স্মারকগুলো দিল্লির টিনমূর্তি হাউসে নেহেরু মেমোরিয়াল মিউজিয়াম অ্যান্ড লাইব্রেরির আর্কাইভের অংশ।[]

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "Archived copy"। ১১ আগস্ট ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৫ সেপ্টেম্বর ২০১৫ 
  2. "Introduction"davuniversity.org। ১২ জুন ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১ জানুয়ারি ২০১৯ 
  3. Gurukula Patrika, April–July, 1940-41, Ank 10, (12 June 1940), P.1
  4. Madalsa Ujjwal, 2008, "Swami Dayanand Saraswati Life and Ideas", Book Treasure Publications, Jodhpur, PP.96-97
  5. Gunjun H. Shakshi, 1971, "Social and Humanistic Life in India", Abhinav Publications, Delhi, PP.122-124.
  6. "Archives"Nehru Memorial Museum & Library। ২০১১-০৫-০৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা।