দক্ষিণ ওশেতিয়ায় ইসলাম

দক্ষিণ ওশেতিয়ায় উত্তর ওশেতিয়ার অ্যালানিয়ার মতো স্বজাতীয় লোকেরা ইসলামকে উপস্থাপন করেনি কিন্তু সেখানে কাজ করা প্রবাসীরা সেখানে ইসলামকে উপস্থাপন করেছে। [১]

ইতিহাস সম্পাদনা

ইসলাম চতুর্দশ ও পঞ্চদশ শতকে ওশেতিয়ায় ছড়িয়ে পড়তে শুরু করেছিল। সূত্রমতে, বেশিরভাগ ওশেতিয়ান সমাজের উচ্চবিত্ত পরিবারগুলি মুসলিম ধর্ম গ্রহণ করেছিল এবং কৃষকরা খ্রিস্টান বিশ্বাসে থেকে গিয়েছিল।[তথ্যসূত্র প্রয়োজন]

“সপ্তদশ এবং অষ্টাদশ শতকে দিগোরের (কাবার্ডের প্রভাবের) ওশেতিয়ানদের কিছু অংশ ইসলাম ধর্ম গ্রহণ করেছিল।

জনমিতি সম্পাদনা

যদিও কোনও সরকারী আদমশুমারি নেই, অনুমান অনুসারে দক্ষিণ ওশেতিয়ার জনসংখ্যার প্রায় ০.৫% মুসলমান। কর্মকর্তারা আরও সন্দেহ করেছেন যে রাশিয়ার সামরিক ও রাজনৈতিক পদক্ষেপের ফলে এই শতাংশ সম্ভবত বৃদ্ধি পেয়ে থাকবে। [২]

তথ্যসূত্র সম্পাদনা

  1. "South Ossetia profile"BBC। সংগ্রহের তারিখ ২২ সেপ্টেম্বর ২০১৭ 
  2. "Muslims Seen Moving into Abkhazia and South Ossetia, Changing Religious Balance in Both"। সেপ্টেম্বর ৩, ২০০৮। সংগ্রহের তারিখ ২২ সেপ্টেম্বর ২০১৭