দক্ষিণগাঁও ইউনিয়ন
দক্ষিণগাঁও ইউনিয়ন বাংলাদেশের ঢাকা জেলার তেজগাঁও উন্নয়ন সার্কেলের একটি প্রশাসনিক ইউনিয়ন।[১] যা ঢাকা সিটি করপোরেশনের সাথে একীভূত করা হয়। স্থানীয় সরকার (সিটি করপোরেশন) সীমানা পরিবর্তন (সম্প্রসারণ ও সংকোচন) বিধিমালা-২০১৩-এর বিধি ৫(২) বিধান অনুসারে ডিসিসির অন্তর্ভুক্ত করা হয়।[২]
দক্ষিণগাঁও | |
---|---|
সাবেক ইউনিয়ন | |
দক্ষিণগাঁও ইউনিয়ন পরিষদ। | |
বাংলাদেশে দক্ষিণগাঁও ইউনিয়নের অবস্থান | |
স্থানাঙ্ক: ২৩°১৪′২০″ উত্তর ৯০°২৬′৩৫″ পূর্ব / ২৩.২৩৮৮৯° উত্তর ৯০.৪৪৩০৬° পূর্ব | |
দেশ | বাংলাদেশ |
প্রতিষ্ঠা | ২০০৩ |
জনসংখ্যা | |
• মোট | ২,১০,২৫২ |
সাক্ষরতার হার | |
• মোট | ৮০,৯৭% |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
পোস্ট কোড | ১২১৪ |
ওয়েবসাইট | দাপ্তরিক ওয়েবসাইট |
অবস্থান ও সীমানা
সম্পাদনাঢাকাঃ ০৯, ঢাকা আসন নং-১৮২, থানাঃ সবুজবাগ/খিলগাঁও, ঢাকা-১২১৪।
ইতিহাস
সম্পাদনাসাবেক ডেমরা ইউনিয়ন পরিষদ ভেঙ্গে ১৯৫০ সালে গঠিত হয়। বিগত ২০০৩ সাল পর্যন্ত এই পরিষদ কার্যক্রম পরিচালনা করে তৎপর ২০০৩ সালের ৫ই মার্চ সাবেক ডেমরা ইউনিয়ন পরিষদ ভেঙ্গে তিনটি ইউনিয়নে পরিবর্তন হয়ে গত ২০০৩ সালে দক্ষিণগাঁও ইউনিয়ন পরিষদ গঠিত হয় এবং সরাসরি নির্বাচন অনুষ্ঠিত হয়। পরবর্তীতে গত ২০১১ সালে পুনরায় দ্বিতীয় বারের মতো দক্ষিণগাঁও ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়।
আয়তন ও জনসংখ্যা
সম্পাদনাআয়তন
সম্পাদনাপ্রায় ১২, কে,মি,
এলাকা ভিত্তিক জনসংখ্যা
সম্পাদনাপ্রায় ২,১০,২৫২ জন।
ওয়ার্ড নং |
গ্রামের নাম |
থানা |
লোক সংখ্যা | মোট ভোটার | ||
পুরুষ/মহিলা | পুরুষ | মহিলা | ||||
০১ | রহমত পুর, উত্তর নন্দীপাড়া, রসুলবাগ,
মদিনা রোড আব্বাস মিয়া রোড। |
খিলগাঁও |
৪১,২৬৯ | ৩০৫৯ | ৩২৩৩ | ৬২৯২ জন |
০২ | নবিয়াবাদ, মাইসপাড়া(মধ্যনন্দীপাড়া),
মহাজের কলোনী ৫ নং রোডের একাংশ। |
খিলগাঁও |
৩৯,০৭৮ | ২৯৩৮ | ৩০২০ | ৫৯৫৮ ” |
০৩ | নেওয়াজবাগ, ব্যাংক কোলোনী, জয়নববাগ ১নং অংশ, নন্দীপাড়া ৬নং রোড এবং ৫নং রোডের একাংশ, হাফিজ উদ্দিন মেম্বার রোড। |
খিলগাঁও |
২৮,৩৪১ | ২১৪৪ | ২১৭৭ | ৪৩২১ ” |
০৪ | হুমায়ুন কবির রোড দক্ষিণগাঁও পশ্চিম পাড়া, জিলপাড়, নয়াবাগ কাচারী পাড়া, কুসুমবাগ, মন্ডলপাড়া, দক্ষিণগাঁও ১নং রোড পশ্চিমাংশ। |
সবুজবাগ |
৩১,২৪৬ | ২৪৩০ | ২৩৩৪ | ৪৭৬৪ ” |
০৫ | দক্ষিণগাঁও ২নং রোড, ২নং রোড দাসপাড়া, ৩নং রোড পশ্চিমাংশ, ১নং রোডর পূর্ব অংশ। |
সবুজবাগ |
২৫,৯৯৩ | ১৯৯২ | ১৯৭১ | ৩৯৬৩ ” |
০৬ | পূর্ব পাড়া ৩নং রোড, জনাব আলীর জিলপাড়(পশ্চিমাংশ)
শাহীবাগ ও ব্যাংক কোলনী দাম পাড়া দাক্ষিণ অংশ। |
সবুজবাগ |
২৪,৬৭৫ | ১৮০৮ | ১৯৫৪ | ৩৭৬২ ” |
০৭ | বেগুন বাড়ি, আগার বাড়ি, মানিকদিয়া একাংশ। | সবুজবাগ | ৬,৮৮৭ | ১০৫০ ” | ||
০৮ | মানিকদিয়া। | সবুজবাগ | ৬,৪৩৪ | ৯৮১ ” | ||
০৯ | মানিকদিয়া চেয়ারম্যান বাড়ি, উত্তর মানিকদিয়া, জয়নববাগ একাংশ, খামার বাড়ি মানিকদিয়া। |
সবুজবাগ |
৬,৩২৯ | ৯৬৫ ” | ||
সর্বমোট = | ২,১০,২৫২ জন। | ১৫,৮৫২ জন | ১৬,২০৪ জন | ৩২,০৫৬ জন |
দর্শনীয় স্থান
সম্পাদনাআরও দেখুন
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ "দক্ষিণগাঁও ইউনিয়ন"। বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন। ২০২০-০৩-২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২০-০৩-২০।
- ↑ "ঢাকা সিটিতে একীভূত হচ্ছে আশপাশের ১৬ ইউনিয়ন | বাংলাদেশ প্রতিদিন"। বাংলাদেশ প্রতিদিন। সংগ্রহের তারিখ ২০১৯-০৮-১১।
বহিঃসংযোগ
সম্পাদনাবাংলাদেশের ইউনিয়ন বিষয়ক এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |