তিন মাস্কেটিয়ার

আলেক্সঁদ্র দ্যুমার উপন্যাস
(থ্রি মাস্কেটিয়ার্স থেকে পুনর্নির্দেশিত)

তিন মাস্কেটিয়ার (ফরাসি: Le Trois Mousquetaires) ফরাসি ভাষায় আলেক্সাঁদ্র্ দ্যুমা রচিত উপন্যাস। বইটি প্রথম প্রকাশিত হয় ১৮৪৪ সালে। উপন্যাসটির নায়ক আরতাঁনা, অ্যাথোস,পার্থোস এবং আরামিস। এই উপন্যাসটির ধারাবাহিকতায় আরো দুইটি গ্রন্থ রচনা করেছেন আলেক্সান্ডার দ্যুমা। এর মধ্যে একটি "ম্যান ইন দ্যা আয়রন মাস্ক" চরিত্রের কারণে বিখ্যাত দ্য ভিকম্‌তে ডি ব্রাগেলোঁ, বাংলায় যার অর্থ "দশ বছর পর"।

তিন মাস্কেটিয়ার
অ্যাথোস, পারথোস,আরামিস ও দারতায়াঁ
লেখকআলেক্সাঁদ্র্ দ্যুমা
আগুস্তেঁ মারকুএটের এর সহযোগিতায়
মূল শিরোনামLes Trois Mousquetaires
দেশ ফ্রান্স
ভাষাফরাসি
ধরনঐতিহাসিক উপন্যাস
প্রকাশনার তারিখ
মার্চ থেকে জুলাই ১৮৪৪ (পরবক্রমে)
মিডিয়া ধরনপ্রিন্ট (হার্ডকভার)
পরবর্তী বইটয়েন্টি ইয়ার্স আফটার

ফ্রান্সের রাজা এযোদশ লুই এর বিশ্বাস্ত মাস্কিটিয়ারর্স এর তিন সদস্য এথোস, প্রথোস ও আ্যারামিস এবং সদস্য উঠে আসা ডার্টানিয়ান মিলে ফ্রান্স ও রানী সন্মান বাঁচানোর জন্য রোমাঞ্চকর অভিজ্ঞতায় একটি কাহিনি

মূল চরিত্র সম্পাদনা

  • অ্যাথোস
  • পর্থোস
  • আরামিস
  • দারতায়া
  • কন্সট্যান্ট বোনাসিও
  • মিলাডি

অভিযোজন সম্পাদনা

সংস্করণ সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

বহিঃসংযোগ সম্পাদনা