কক্ষ (আন্তরমস্তিষ্ক)

(থ্যালামাস থেকে পুনর্নির্দেশিত)

কক্ষ বা থ্যালামাস ( গ্রিক θάλαμος, "কক্ষ" বা "প্রকোষ্ঠ")[১]মেরুদণ্ডী প্রাণীদের মস্তিষ্কের মধ্যমস্তিষ্ক এবং বহিঃগুরুমস্তিষ্কের মধ্যবর্তী স্থানে অবস্থিত একটি দ্বিপ্রতিসম কাঠামো। এটি বহিঃগুরুমস্তিষ্কের সংবেদী স্নায়ুকোষ ও চেষ্টীয় স্নায়ুকোষের অনুপ্রচার কেন্দ্র (রিলে স্টেশন) হিসেবে কাজ করে।[২][৩] এটি চাপ,স্পর্শ, যন্ত্রণা, ঘুম ও পরিবেশ সম্পর্কে সচেতন করার কাজ করে। এটি মস্তিষ্কের তৃতীয় গহ্বরটিকে আবদ্ধ করে রাখে। thalamus

কক্ষ (থ্যালামাস)
থ্যালামাস চিহ্নিত (MRI প্রস্থচ্ছেদ)
anterolateral view
বিস্তারিত
যার অংশডায়েনসেফালন
উপাদানসমূহদেখুন List of thalamic nuclei
ধমনীপশ্চাৎ সেরেব্রাল ধমনী এবং এর শাখা
শনাক্তকারী
লাতিনthalamus dorsalis
মে-এসএইচD013788
নিউরোনেমস300
নিউরোলেক্স আইডিbirnlex_954
টিএ৯৮A14.1.08.101
A14.1.08.601
টিএ২5678
টিইTE {{{2}}}.html EE5.14.3.4.2.1.8 .{{{2}}}{{{3}}}
এফএমএFMA:62007
স্নায়ুতন্ত্রের শারীরস্থান পরিভাষা

শারীরস্থান সম্পাদনা

 
৩৬০° কোণে ঘূর্ণনরত কক্ষ বা থ্যালামাস
 
কক্ষের নিউক্লিয়াস
 
সুষুম্না-কক্ষ খাত (স্পাইনোথ্যালামিক ট্র্যাক্ট) দ্বারা কক্ষ সুষুম্নাকাণ্ডের সাথে যুক্ত

কাজ সম্পাদনা

এটি সংজ্ঞাবহ স্নায়ুর অনুপ্রচার কেন্দ্র (রিলে স্টেশন) হিসেবে কাজ করে ৷ চাপ,স্পর্শ, যন্ত্রণা প্রভৃতি স্থুল অনুভূতির কেন্দ্র,আবেগের কেন্দ্র ও অভ্যন্তরীণ অঙ্গের নিয়ন্ত্রক কেন্দ্র হিসেবে কাজ করে ৷ মানুষের বাক্তিত্ব ও সামাজিক আচরণের প্রকাশ ঘটায়। ঘুমন্ত মানুষকে হঠাৎ জাগিয়ে তোলা ও পরিবেশ সম্বন্ধে সতর্ক করে তোলে ।

তথ্যসূত্র সম্পাদনা

  1. Canning, Douglas A.; Canning, Douglas A.; Canning, Douglas A.; Canning, Douglas A.; Canning, Douglas A.; Canning, Douglas A.; Canning, Douglas A.; Canning, Douglas A.; Canning, Douglas A. (2001-01)। "PEDIATRIC UROLOGY"Journal of Urology165 (1): 325–332। আইএসএসএন 0022-5347ডিওআই:10.1097/00005392-200101000-00088  এখানে তারিখের মান পরীক্ষা করুন: |তারিখ= (সাহায্য)
  2. Sherman, S. (২০০৬)। "Thalamus"। Scholarpedia1 (9): 1583। ডিওআই:10.4249/scholarpedia.1583 
  3. Sherman, S. Murray; Guillery, R. W. (২০০০)। Exploring the Thalamus। Academic Press। আইএসবিএন 978-0-12-305460-9 [পৃষ্ঠা নম্বর প্রয়োজন]