থেরগাথা

বৌদ্ধ ধর্মীয় ধর্মগ্রন্থ

থেরগাথা হলো বৌদ্ধ ধর্মগ্রন্থ, পালি ভাষায় ছোট কবিতার সংকলন যা আদি বৌদ্ধ সংঘের সদস্যদের জন্য আরোপিত। এটিকে খুদ্দকনিকায়ের অংশ হিসেবে শ্রেণীবদ্ধ করা হয়েছে, যা সুত্তপিটকের ছোটখাটো গ্রন্থের সংগ্রহ। অনুরূপ গ্রন্থ, থেরীগাথা, আদি বৌদ্ধ সন্ন্যাসীদের জন্য আরোপিত শ্লোক রয়েছে।

তথ্যসূত্র সম্পাদনা

বহিঃসংযোগ সম্পাদনা