সুওয়াইবা আল-আসলামিয়াহ

(থুয়েবাহ থেকে পুনর্নির্দেশিত)

সুওয়াইবা আল আসলআমিয়াহ (সুয়েবাহ বা সুয়াইবা নামেও পরিচিত) একজন সাহাবা এবং মুহাম্মদের প্রথম দুধ মা ছিলেন। [১]

সুওয়াইবা নামের অর্থ "আল্লাহর পুরস্কার প্রাপ্য।

জীবনী সম্পাদনা

তিনি আবু লাহাবের দাসী ছিলেন।[১][২] তিনি যখন আবু লাহাবকে সংবাদ প্রদান করেন যে তার ভাই আব্দুল্লাহর স্ত্রী মুহাম্মদ নামে একটি পুত্র সন্তানের জন্ম দিয়েছে তখন আবু লাহাব খুশি হয়ে থুয়েবাহকে মুক্ত করে দেন।[৩]

থুয়েবাহ মুহাম্মদের (সাঃ)প্রথম দুধ মা ছিলেন,[২]। আরবীয় সংস্কৃতি অনুযায়ী মুহাম্মদ (সাাঃ) তার মায়ের সাথে প্রথম তিনদিন কাটানোর পরে তাকে দুধ মায়ের কাছে দিয়ে দেওয়া হয়। সুয়েবাহ মুহাম্মদ (সাঃ) ও তার নিজের ছেলে মাসাহার উভয়কেই দুধ খাওয়াতেন। দুই বছর আগে মুহম্মদ এর পিতামহ হামজা ইবনে আবদুল মুত্তালিবকেও থুয়েবাহ দুগ্ধ পান করিয়েছিলেন। মুহাম্মদ (সাঃ)হামজার কন্যাকে বলেছিলেনঃ তিনি আমার দুধ ভাইয়ের কন্যা। [১]

অবশেষে, হালিমা কিছু দিন পর কাজটি গ্রহণ করেন এবং প্রায় চার বছর পর্যন্ত মুহাম্মদের ( সাাঃ) তত্ত্বাবধান করেন। [১]

মুহাম্মদ (সাঃ)যখন নবুওয়াতপ্রাপ্তির ঘোষণা করেছিলেন তখন সুয়েবাহ ইসলাম ধর্ম গ্রহণ করেন। তার ছেলে তার আগে মারা যায় এবং তিনি ৭ম হিজরিতে মারা যান। [১]

তথ্যসূত্র সম্পাদনা

  1. Beacons of Light on al-Islam.org
  2. http://www.islamicfinder.org/prophet/list.php, question 9
  3. সহীহ বুখারী, ৭:৬২:৩৮ (ইংরেজি)