থুব-ব্স্তান-ন্যিন-ব্যেদ

তিব্বতি বৌদ্ধ ভিক্ষু, গানদেন ত্রিপা

থুব-ব্স্তান-ন্যিন-ব্যেদ (তিব্বতি: ཐུབ་བསྟན་ཉིན་བྱེདওয়াইলি: thub bstan nyin byed) (মৃত্যু-১৯৩৩) তিব্বতী বৌদ্ধধর্মের দ্গে-লুগ্স ধর্মসম্প্রদায়ের দ্গা'-ল্দান বৌদ্ধবিহারের বিরানব্বইতম দ্গা'-ল্দান-খ্রি-পা বা প্রধান ছিলেন।

সংক্ষিপ্ত জীবনী

সম্পাদনা

থুব-ব্স্তান-ন্যিন-ব্যেদ ঊনবিংশ শতাব্দীর মধ্যভাগে মধ্য তিব্বতের জন্মগ্রহণ করেন। তিনি দ্রেপুং বৌদ্ধবিহার বিশ্ববিদ্যালয়ের লোসেলিং মহাবিদ্যালয় এবং গ্যুমে তন্ত্র মহাবিদ্যালয়ে শিক্ষালাভ করেন। পরবর্তীকালে তিনি গ্যুমে তন্ত্র মহাবিদ্যালয় এবং দ্গা'-ল্দান বৌদ্ধবিহার বিশ্ববিদ্যালয়ের ব্যাং-র্ত্সে (ওয়াইলি: byang rtse) মহাবিদ্যালয়ের প্রধানের দায়িত্ব লাভ করেন। ১৯৩৩ খ্রিষ্টাব্দেতিনি দ্গা'-ল্দান বৌদ্ধবিহারের বিরানব্বইতম প্রধানের দায়িত্ব গ্রহণ করেন কিন্তু মাত্র দুই মাস পরেই তার মৃত্যু ঘটে।[]

তথ্যসূত্র

সম্পাদনা
  1. Chhosphel, Samten (মার্চ ২০১১)। "The Ninety-Second Ganden Tripa, Tubten Nyinje"The Treasury of Lives: Biographies of Himalayan Religious Masters। সংগ্রহের তারিখ ২০১৪-০৮-১৯ 

আরো পড়ুন

সম্পাদনা
  • Khetsun Sangpo. 1973. Biographical Dictionary of Tibet and Tibetan Buddhism. Dharamsala: LTWA, Vol. 6, pp. 220.
পূর্বসূরী
ব্লো-ব্জাং-র্গ্যাল-ম্ত্শান
থুব-ব্স্তান-ন্যিন-ব্যেদ
বিরানব্বইতম দ্গা'-ল্দান-খ্রি-পা
উত্তরসূরী
য়ে-শেস-দ্বাং-ল্দান