ত্রানকুয়েরা মসজিদ

মালয়েশিয়ার মসজিদ

ত্রানকুয়েরা মসজিদ (মালয়: মসজিদ তেংকেরা) হলো মালয়েশিয়ার মালাক্কা রাজ্যের মালাক্কা সিটির একটি মসজিদ[১][২]

ত্রানকুয়েরা মসজিদ
মসজিদ তেংকেরা
ধর্ম
অন্তর্ভুক্তিইসলাম
অবস্থান
অবস্থানমালাক্কা সিটি, মালাক্কা, মালয়েশিয়া
স্থাপত্য
ধরনমসজিদ
স্থাপত্য শৈলীজাভা
সম্পূর্ণ হয়১৭২৮
মিনার

ইতিহাস সম্পাদনা

মসজিদটি ১৭২৮ সালে নির্মিত হয়েছিল এবং ১৯৯০ সালে আল আজিম মসজিদ প্রতিষ্ঠার আগে এটি মালাক্কার রাজ্য মসজিদ হিসেবে ব্যবহৃত হত।

স্থাপত্য সম্পাদনা

আসল মসজিদ কাঠামোটি পুরোপুরি ওলন্দাজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির কালিমান্তান থেকে আনা কাঠ দিয়ে তৈরি হয়েছিল। মসজিদটিতে তখন থেকে বেশ কয়েকবার সংস্কার ও পুনর্নির্মাণের কাজ করা হয়েছে। এই মসজিদটি জাভা সংস্কৃতির উপাদান দিয়ে তৈরি। মসজিদটিতে তিন-স্তরের পিরামিডীয় ছাদ এবং একটি বর্গকার ভিত্তি রয়েছে। এটি মালয়েশিয়ার অল্প কয়েকটি মসজিদের মধ্যে একটি, যেখানে মিনারের জায়গায় প্যাগোডা রয়েছে।[৩] মসজিদের ভেতরের অংশ মালয়, চীনা এবং ইন্দোনেশীয় উপাদানগুলোর মিশ্রণে তৈরি।

মসজিদের পাশে জোহরের সুলতান হুসেইন শাহের সমাধি রয়েছে।

আরো দেখুন সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

  1. "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ১৫ জুন ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৬ মে ২০২০ 
  2. https://www.academia.edu/300391/_Melaka_s_Former_State_Mosque_Masjid_Tengkera_Tranquerah_Mosque_in_LINK_1_Jun_2005_2-4
  3. Leong, Ewe Paik (২০১৭-০৬-০১)। "GO: Melaka mosques"NST Online (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২০-০৩-১৭