তেসরা নেজামউদ্দীন আহমদ
তেসরা নেজামউদ্দীন আহমদ বা নেজাম শাহ বহমনী ১৪৬১ থেকে ১৪৬৩ সাল পর্যন্ত বহমনী সালতানাতের সুলতান ছিলেন।
তেসরা নেজামউদ্দীন আহমদ | |
---|---|
রাজত্ব | ১৪৬১-১৪৬৩ |
পূর্বসূরি | হুমায়ূন জলিম শাহ |
উত্তরসূরি | মুহম্মদ শাহ লস্করী |
জন্ম | ১৪৫৩ |
মৃত্যু | ৩০ জুলাই ১৪৬৩ |
পিতা | হুমায়ূন জলিম শাহ |
মাতা | মখদুমা-এ-জাহান নার্গিস বেগম |
ধর্ম | ইসলাম |
সুলতানীসম্পাদনা
নেজাম শাহ ছিলেন হুমায়ূন জলিম শাহের সবচেয়ে বড় ছেলে এবং ৪ সেপ্টেম্বর ১৪৬১ সালে আট বছর বয়সে তার বাপের এন্তেকালে তখতে বসেন। [১] তার বাপ তার ছেলের ছোটবেলা থাকাকালীন মুলুকের সুষ্ঠুভাবে পরিচালনা নিশ্চিত করার জন্য একটি প্রতিনিধি মজলিস নিযুক্ত করেছিলেন এবং তাই প্রকৃত তাকৎ তার উপদেষ্টা মাহমূদ গাওয়ান এবং নেজামের মা মখদুমা-ই-জাহান নার্গিস বেগম নায়েব হিসাবে অধিষ্ঠিত ছিলেন। তার সুলতানীকাল অবশ্য সংক্ষিপ্ত ছিল এবং নেজাম শাহ ১৪৬৩ সালের ৩০ জুলাই মারা যান এবং তার ছোট ভাই মুহম্মদ শাহ লস্করী তার স্থলাভিষিক্ত হন। [২]
তথ্যসূত্রসম্পাদনা
- ↑ Habib, Mohammad; Nizami, Khaliq Ahmad (১৯৯৩)। A Comprehensive History of India Volume 5, Part 2, The Delhi Sultanat, A.D. 1206-1526। People's Publishing House। পৃষ্ঠা 993।
- ↑ Srivastava, A.L.; Allchin, Frank Raymond। "Bahmanī consolidation of the Deccan"। Encyclopædia Britannica। Encyclopædia Britannica, Inc.। সংগ্রহের তারিখ ৪ এপ্রিল ২০১৭।
পূর্বসূরী {{{before}}} |
{{{title}}} {{{years}}} |
উত্তরসূরী {{{after}}} |