তেতুলিয়া চা বাগান

তেতুলিয়া চা বাগান হলো সিলেট এবং চট্টগ্রামের পর বাংলাদেশের দ্বিতীয় চা উৎপাদন এলাকা, যেটি দেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড় এ অবস্থিত।তেতুলিয়ার অনেক জায়গায় চা আবাদ হওয়ার কারণে ৪৮ টি চা ফ্যাক্টরিও গড়ে উঠেছে। বর্তমানে এই অঞ্চল চা এর জন্য ব্রেন্ডিং। "সমতলের চা শিল্প উন্নয়নের সংকল্প" এই শ্লোগানে পঞ্চগড় জেলার ব্রেন্ডিং।

তেতুলিয়ার একটি চা বাগান

[১][২][৩]

তথ্যসূত্র সম্পাদনা

  1. "TETULIA"The Daily Star (ইংরেজি ভাষায়)। ২০১৭-০৩-১৪। সংগ্রহের তারিখ ২০১৭-০৪-০২ 
  2. "Growth of imports shake tea gardens of northern Bangladesh"The Daily Star (ইংরেজি ভাষায়)। ২০১৫-০১-১৪। সংগ্রহের তারিখ ২০১৭-০৪-০২ 
  3. Clifford, Catherine। "Teatulia: A tea company helps lift a village out of poverty"CNNMoney। সংগ্রহের তারিখ ২০১৭-০৪-০২ 

আরো দেখুন সম্পাদনা