তেজপুর লোকসভা কেন্দ্র

আসামের একটি লোকসভা কেন্দ্র

তেজপুর লোকসভা কেন্দ্র উত্তর-পূর্ব ভারতের আসাম রাজ্যের ১৪ টি লোকসভা আসনের মধ্যে অন্যতম।

বিধানসভা খণ্ডসমূহসম্পাদনা

তেজপুর লোকসভা কেন্দ্র নিম্নলিখিত বিধানসভা খণ্ডসমূহ নিয়ে গঠিত:[১]

  1. ঢেঁকীয়াজুলি বিধানসভা কেন্দ্র
  2. বরচলা বিধানসভা কেন্দ্র 
  3. তেজপুর বিধানসভা কেন্দ্র 
  4. রাঙাপাড়া বিধানসভা কেন্দ্র 
  5. সুতিয়া বিধানসভা কেন্দ্র 
  6. বিশ্বনাথ বিধানসভা কেন্দ্র 
  7. বিহালী বিধানসভা কেন্দ্র 
  8. গোহপুর বিধানসভা কেন্দ্র 
  9. বিহপুরীয়া বিধানসভা কেন্দ্র

লোকসভার সদস্যবৃন্দসম্পাদনা

ক্ৰম বৰ্ষ প্ৰাৰ্থী দল
১৯৫৭ বিজয় চন্দ্ৰ ভাগবতী ভারতীয় জাতীয় কংগ্রেস
১৯৬২ বিজয় চন্দ্ৰ ভাগবতী ভারতীয় জাতীয় কংগ্রেস
১৯৬৭ বিজয় চন্দ্ৰ ভাগবতী ভারতীয় জাতীয় কংগ্রেস
১৯৭১ কমলা প্ৰসাদ আগরওয়ালা ভারতীয় জাতীয় কংগ্রেস
১৯৭৭ পূৰ্ণ নারায়ণ সিনহা জনতা দল
১৯৮৪ বিপিনপাল দাস ভারতীয় জাতীয় কংগ্রেস
১৯৯১ স্বরূপ উপাধ্যায় ভারতীয় জাতীয় কংগ্রেস
১৯৯৬ ঈশ্বর প্ৰসন্ন হাজরিকা ভারতীয় জাতীয় কংগ্রেস
১৯৯৮ মণি কুমার সুব্বা ভারতীয় জাতীয় কংগ্রেস
১০ ১৯৯৯ মণি কুমার সুব্বা ভারতীয় জাতীয় কংগ্রেস
১১ ২০০৪ মণি কুমার সুব্বা ভারতীয় জাতীয় কংগ্রেস
১২ ২০০৯ জোসেফ তপ্প' অসম গণ পরিষদ
১৩ ২০১৪ রামপ্ৰসাদ শৰ্মা[২] ভারতীয় জনতা পার্টি

নির্বাচনী ফলাফলসম্পাদনা

সাধারণ নির্বাচন, ২০১৪সম্পাদনা

সাধারণ নির্বাচন, ২০১৪
দল প্রার্থী ভোট % ±%
বিজেপি রাম প্রসাদ শর্মা ৪,৪৬,৫১১ ৪৫.৫৩
নির্দল মণি কুমার সুব্বা ৩,৬০,৪৯১ ৩৬.৪০ +৬.৪০
অগপ জোসেফ তপ্প' ৪০,৪৮৯ ৪.১৩ -৩৭.৬৫
উপরের কেউই নয় উপরের কেউই নয় ১৬,৬৬৭ ১.৭০ ---
সংখ্যাগরিষ্ঠতা ৮৬,০২০ ৮.৭৭ +৫.২০
ভোটার উপস্থিতি ৯,৮০,৬৮৮
অগপ থেকে বিজেপি অর্জন করেছে সুইং

আরো দেখুনসম্পাদনা

তথ্য়সূত্রসম্পাদনা

  1. "List of Parliamentary & Assembly Constituencies" (পিডিএফ)Assam। Election Commission of India। ২০০৬-০৫-০৪ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০০৮-১০-০৬ 
  2. "GENERAL ELECTION TO LOK SABHA TRENDS & RESULT 2014"। ELECTION COMMISSION OF INDIA। ১৬ মে ২০১৪। ১৯ মে ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৭ জুন ২০১৪