তৃতীয় মাত্রা

চ্যানেল আইয়ে প্রচারিত একটি টক-শো অনুষ্ঠান

তৃতীয় মাত্রা চ্যানেল আইয়ে প্রচারিত একটি আলোচনা অনুষ্ঠান। ২০০৩ সালের ১৭ জুলাই অনুষ্ঠানটি প্রথম টিভিতে সম্প্রচারিত হয়। বর্তমানে তৃতীয় মাত্রা বাংলাদেশ সময় প্রতিদিন রাত ১টায় এবং সকাল ৯টা ৪৫ মিনিটে চ্যানেল আইয়ে প্রচারিত হয়। অনুষ্ঠানটির পরিকল্পক, পরিচালক ও উপস্থাপক হলেন জিল্লুর রহমান।[১]

তৃতীয় মাত্রা
ধরনআলোচনা অনুষ্ঠান
নির্মাতাজিল্লুর রহমান
উপস্থাপকজিল্লুর রহমান
মূল দেশবাংলাদেশ
পর্বের সংখ্যা৭৪৬৯ (১৩জানুয়ারি ২০২৪ পর্যন্ত)
নির্মাণ
প্রযোজকইমপ্রেস টেলিফিল্ম
মুক্তি
মূল নেটওয়ার্কচ্যানেল আই
মূল মুক্তির তারিখ১৭ জুলাই ২০০৩
বহিঃসংযোগ
ওয়েবসাইট

বিবরণ সম্পাদনা

তৃতীয় মাত্রা রাজনীতির গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়ে থাকে। প্রতিটি পর্বে দুইজন অতিথি থাকে, যারা নিজেদের পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন করে। তৃতীয় মাত্রা মূলত রাজনীতি নির্ভর আলোচনা অনুষ্ঠান হলেও এটিতে সমাজ, অর্থনীতি, বিজ্ঞান, সাহিত্যসহ মানববিদ্যাসহ প্রতিটি বিষয়ে আলোচনা হয়। বাংলাদেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ দিবসে, অনুষ্ঠানটিতে রাজনীতির বাইরের বিষয়েও আলোচনা করা হয়। ২৩ ডিসেম্বর ২০২২ পর্যন্ত অনুষ্ঠানটির মোট ৭০৮৪ টি পর্ব প্রচারিত হয়েছে।[২][৩]

 
অনুষ্ঠানের পরিকল্পক, পরিচালক ও উপস্থাপক জিল্লুর রহমান

পুরস্কার সম্পাদনা

  • ২০০৩ - বাংলাদেশ টেলিভিশন রিপোর্টার্স এসোসিয়েশন পুরস্কার, সেরা টক-শো
  • ২০০৩, ২০০৪, ২০০৫ - বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি পুরস্কার, টেলিভিশন বিভাগ, সেরা টক শো (শিক্ষাগত)
  • ২০০৪ - ঢাকা কালচারাল রিপোর্টার্স এসোসিয়েশন স্টার পুরস্কার, সেরা টক শো
  • ২০০৪ - স্টামফোর্ড-বাংলাদেশ টেলিভিশন রিপোর্টার্স এসোসিয়েশন পুরস্কার
  • ২০০৯ - বাংলাদেশ কালচারাল রিপোর্টার্স এসোসিয়েশন

এছাড়া সেরা টেলিভিশন প্রোগ্রাম হিসাবে তৃতীয় মাত্রা ২০০৩ ও ২০০৪ সালে মেরিল-প্রথম আলো তারকা পুরস্কারের জন্য মনোনীত হয়েছিল।[৪]

তথ্যসূত্র সম্পাদনা

  1. ""তৃতীয় মাত্রা সেরা টক শো""DW.COMডয়চে ভেলে বাংলা। সংগ্রহের তারিখ ২০১৯-০৭-২১ 
  2. "'Tritiyo Matra' steps into 16th year"ঢাকা ট্রিবিউন। ২০১৮-০৭-১৬। সংগ্রহের তারিখ ২০১৯-০৭-২১ 
  3. "১৫ বছরে তৃতীয় মাত্রা"প্রথম আলো। সংগ্রহের তারিখ ২০১৯-০৭-২১ 
  4. "১৫ বছরে তৃতীয় মাত্রা"চ্যানেল আই অনলাইন। ২০১৭-০৭-১৭। সংগ্রহের তারিখ ২০১৯-০৭-২১ 

বহিঃসংযোগ সম্পাদনা