তৃতীয় গোপাল

পাল রাজা

তৃতীয় গোপাল (আগে পরিচিত ছিলেন দ্বিতীয় গোপাল নামে) পাল সাম্রাজ্যের নবম সম্রাট ছিলেন। পাল সম্রাট রাজ্যপালের মৃত্যুর পর তিনি সিংহাসনে আরোহণ করেন।

আবিষ্কৃত সূত্র সম্পাদনা

তৃতীয় গোপালের শাসনাধীনে মগধ ছিল বলে মনে করা হয় কারণ তার রাজত্বকালে মগধে প্রতিষ্ঠিত দুইটি মূর্তি ও মগধে লিখিত একটি বৌদ্ধগ্রন্থ আবিষ্কৃত হয়েছে। ত্রিপুরার মম্বুক নামক গ্রামে তৃতীয় গোপালের রাজত্বকালের দ্বিতীয় বছরে প্রতিষ্ঠিত একটি মূর্তি[১] এবং মালদহ জেলার গাজোল থানার জাজলপাড়া গ্রামে তার একটি তাম্রপত্র আবিষ্কৃত হয়েছে। তার রাজত্বকালের প্রথম বছরে তিনি নালন্দায় একটি বাগেশ্বরী মূর্তি তৈরী করান।[২]:১৩৯ তার রাজত্বকালের পঞ্চদশ বছরে একটি অষ্টসাহস্রিকা প্রজ্ঞাপারমিতা লেখা হয়েছিল।[n ১]

রাজত্বকাল সম্পাদনা

রমেশচন্দ্র মজুমদার ৯৪০ থেকে ৯৫৭ খ্রিষ্টাব্দে[৪], আবদুল মোমিন চৌধুরী ৯৫২ থেকে ৯৬৯ খ্রিষ্টাব্দে[৫], বিন্দেশ্বরী প্রসাদ সিনহা ৯৫২ থেকে ৯৬৭ খ্রিষ্টাব্দে[৬] এবং দীনেশচন্দ্র সরকার ৯৫২ থেকে ৯৭২ খ্রিষ্টাব্দে[৭] তৃতীয় গোপালের রাজত্বের সময়কালকে নির্ণয় করেছেন।

পাদটীকা সম্পাদনা

  1. পরমেশ্বরপরমভট্টারকপরমসৌগত মহারাজাধিরাজশ্রীমদগোপালদেব প্রবর্দ্ধমাঙ্কল্যাবিজয়রাজ্যেতাদি সম্বৎ ১৫ অস্মিন দিনে ৪ শ্রীমদ্বিক্রমশীলদেববিহারে লিখিতেয়ং ভগবতী।[৩]

তথ্যসূত্র সম্পাদনা

  1. Varendra reasearch Society. Monograph: 8, 1950; 104-166
  2. রাখালদাস বন্দ্যোপাধ্যায়, বাঙ্গালার ইতিহাস, প্রকাশক- দে’জ পাবলিশিং, ১৩, বঙ্কিম চ্যাটার্জি স্ট্রিট, কলকাতা-৭৩, প্রথম দে’জ অখণ্ড সংস্করণ, জানুয়ারি, ২০০৮, আইএসবিএন ৯৭৮-৮১-২৯৫-০৭৯১-৪
  3. Journal of the Royal Asiatic Society, 1910, pp 150, 151
  4. Ramesh Chandra Majumder, History of Ancient Bengal, pp. 161-162, 1971
  5. Abdul Momin Chowdhury (১৯৬৭)। Dynastic history of Bengal, c. 750-1200 CE। Asiatic Society of Pakistan। পৃষ্ঠা 272–273। 
  6. Bindeshwari Prasad Sinha (১ জানুয়ারি ১৯৭৭)। Dynastic History of Magadha, Cir. 450-1200 A.D.। Abhinav Publications। পৃষ্ঠা 253–। GGKEY:KR1EJ2EGCTJ। 
  7. Dineshchandra Sircar (১৯৭৫–৭৬)। "Indological Notes - R.C. Majumdar's Chronology of the Pala Kings"। Journal of Indian HistoryIX: 209–10। 
পূর্বসূরী
রাজ্যপাল
পাল সম্রাট
তৃতীয় গোপাল
উত্তরসূরী
দ্বিতীয় বিগ্রহপাল