তৃতীয় গিয়াসউদ্দিন শাহ

তৃতীয় গিয়াসউদ্দিন শাহ (শাসনকাল ১৫৬৩-১৫৬৪) ছিলেন বাংলার মুহাম্মদ শাহি রাজবংশের শেষ সুলতান।[১]

ইতিহাস সম্পাদনা

১৫৬২ সালের শুরুতে আফগান কররানি রাজবংশ বাংলার বড় এলাকা জয় করে নেয়। ১৫৬৪ নাগাদ তৃতীয় গিয়াসউদ্দিন শাহ তাজ খান কররানি কর্তৃক নিহত হন। ফলে মুহাম্মদ শাহি রাজবংশের সমাপ্তি ঘটে।[২] এরপর কররানি রাজবংশের সূচনা হয়।

পূর্বসূরী
গিয়াসউদ্দিন জালাল শাহ
বাংলার সুলতান
১৫৬৩-১৫৬৪
উত্তরসূরী
তাজ খান কররানি,
কররানি রাজবংশ

আরও দেখুন সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Encyclopaedia Of Bangladesh (Set Of 30 Vols.) By Nagendra Kr. Singh"। ১৮ জানুয়ারি ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১ জুলাই ২০১৪ 
  2. The History Files: Bengal