তুরাব আলী লখনভি

ইসলামি পণ্ডিত, ইতিহাসবিদ ও লেখক

তুরাব আলী লখনভি (উর্দু: تراب علی لکھنوی‎‎) (১২১৩ - ১২৮১ হিজরি) একজন ভারতীয় ইসলামি পণ্ডিত, ফক্বীহ, ইতিহাসবিদ ও লেখক ছিলেন। তিনি দ্বাদশ শতাব্দীর অন্যতম একজন ইসলামি শিক্ষাবিদ ছিলেন। তিনি ইসলামি নবি মুহাম্মদের অন্যতম সাহাবি মুসআব বিন উমাইরের বংশধর ছিলেন।[১]

তুরাব আলী লখনভি
تراب علی لکھنوی
উপাধিশাইখ
ব্যক্তিগত তথ্য
জন্ম
তুরাব আলী

১২১৩ হিজরি
মৃত্যু১২৮১ হিজরি
মুহাম্মদাবাদ
জাতীয়তাভারত
জাতিসত্তাভারতীয়
শিক্ষালয়হানাফি
বংশমুসআব ইবনে উমাইর
উল্লেখযোগ্য কাজলেখক, শিক্ষাবিদ, ইতিহাসবিদ
পেশাশিক্ষকতা
ক্রমসুন্নি
ঊর্ধ্বতন পদ
শিক্ষকশাইখ মাজহার আলী তাজির
শিক্ষার্থী
  • মুঈনুদ্দীন করভি
    কাজি আনােয়ার আলী মুরাদাবাদি
    সৈয়দ গনি নকি রেদপুরি
পেশাশিক্ষকতা

বংশধারা সম্পাদনা

তুরাব আলীর বংশধারা নিম্নরূপ:

তুরাব আলী বিন শুজাআত আলী বিন ফক্বীহুদ্দীন বিন মুহাম্মদ দৌলা বিন মুফতি আবুল বরকত দেহলভি আমরােহি লখনভি[১]

জীবনী সম্পাদনা

তিনি ১২১৩ হিজরি মােতাবেক ১৭৯৮/৯৯ খ্রিস্টাব্দে ভারতের লখনউয়ে শুজাআত আলীর পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি তার নিজ গ্রামেই প্রাথমিক শিক্ষালাভ শুরু করেন। তিনি শাইখ মাজহার আলী তাজিরের নিকট আরবি মানতিক (তর্কশাস্ত্র), কালাম (সাহিত্য) ও আদব শিক্ষালাভ করেন। এবং মুফতি ইসমাইল বিন ওয়াজিহ মুরাদাবাদি, মুফতি জহুরুল্লাহ আনসারি লখনভির অধীনে অন্যান্য প্রচলিত শিক্ষা অর্জন করেন। শিক্ষাজীবন সমাপ্ত করে তিনি শিক্ষকতার মাধ্যমে নিজের কর্মজীবনের সূচনা করেন এবং ১২৫৭ হিজরিতে হজ্জে গমন করেন। হজ্জ শেষে তিনি মক্কাতেই কিছুদিন অবস্থান করেন এবং আব্দুল্লাহ সিরাজি মক্কির কাছে হাদিসশাস্ত্রের জ্ঞানলাভ করেন।অতপর তিনি নিজ দেশে ফিরে আসেন এবং বাকি জীবন শিক্ষকতায় অতিবাহিত করেন। তার শিক্ষার্থীদের মধ্যে অন্যতম হলেন, মুঈনুদ্দীন করভি, কাজি আনােয়ার আলী মুরাদাবাদি, সৈয়দ গনি নকি রেদপুরি। তিনি ১২৮১ হিজরিতে মুহম্মদাবাদে মৃত্যুবরণ করেন এবং সেখানেই সমাধীস্থ হন।[১]

রচনাবলি সম্পাদনা

তিনি ইসলামি ফিকহ ও ইতিহাসের উপর বহু প্রকাশিত ও অপ্রকাশিত গ্রন্থ রচনা করেছেন এবং বহু কিতাবের ব্যাখ্যা ও টীকা সংকলন করেছেন। তন্মধ্যে কিছু হলাে:[১]

  • শামসুদ্দোহা ইযালাতুদ্দোজা
  • আত-তারশীহুল জলী ফিল মাসাইল
  • তালঈকুল মাযেী আলা শারহিল কাযী
  • হাশিয়ায়ে শরহে সালাম
  • তালঈকুল আহসান আলিা শারহি মুল্লা হাসান
  • শাওকাতুল হাওয়াশী লিইযালাতিল গাওয়াশী
  • হাশিয়ায়ে সদরা
  • লাজ্জাতুর রিওয়াইয়াত ফি আজওয়াবাতিল ওয়াকিআত
  • আলহিলালাইন আলা জালালাইন
  • শরহে ফারসি কসীদা বুর্দাহ
  • শরহে ফারসি কসীদায়ে তান্তুরানি
  • তাহসিলুল জুজ্জাহি বিআদাবিল উমরা
  • মাসালিকুস সিদাদ ফি মাসাইলিল ইফরাদ
  • হিদায়াতুল আনাম ফি আদাবিল আহরাম
  • তাহসীলুত তাহাদ্দু’ বি আদাবিত তামাত্তু’
  • আল ফাউজুল মুবীন বি আদাবিল বালাতিল আমীন
  • দারকুল মাআরিব ফি আদাবির লিহয়ি ওয়াশ শাওয়ারিব
  • আল হিজালাতুল বাকিয়্যাহ
  • সাওয়াইত তারীক ফি ইবতালি আকওয়ালিয যুনদীক
  • কুররাতুল আইনাইন ফি ইবতালি মাসহির রিজলাইন
  • হিদায়াতুন নাজদাইন ইলা মাসাইলিল ঈদাঈন
  • রিসালাহ দর ফাজাইলে হযরত সিদ্দিক
  • রিসালাহ দর ফাজাইলে হযরত উসমান
  • রিসালায়ে মিরাজিয়াহ

তথ্যসূত্র সম্পাদনা

  1. লখনভি হাসানি, আব্দুল হাই (১৯৯৯)। নুযহাতুল খাওয়াতির ওয়া বাহজাতুল মাসামি' ওয়ান নাওয়াজির। বৈরুত, লেবানন: দারে ইবনে হাযাম। পৃষ্ঠা ৯৩৮।