তুয়ারি মাইরাং
তুয়ারি মাইরাং ঝর্ণা বাংলাদেশের খাগড়াছড়ি জেলার দীঘিনালা উপজেলায় অবস্থিত[১] ।ত্রিপুরা/ত্রিপুরী ভাষায় 'তুয়ারি মাইরাং' শব্দের অর্থ-থালার আকৃতি।[২] এটি খাগড়াছড়ি জেলার নতুন আকর্ষণ ঝর্ণাগুলোর মাঝে একটি। বর্ষাকালে ঝর্ণার পানি প্রবাহ বছরের অন্যান্য সময়ের তুলনায় বৃদ্ধি পায়। এই ঝর্ণাটি প্রায় ১০০ ফুট উঁচু ঝর্ণা[৩] [৪]
অবস্থান
সম্পাদনাএটি পার্বত্য খাগড়াছড়ি জেলার দীঘিনালা উপজেলার সীমানা পাড়ায় /কামিতে অবস্থিত।[৫].গাড়িতে করে খাগড়াছড়ি সদর থেকে প্রথমে নয় মাইল এলাকায় নামতে হবে এবং নয় মাইল থেকে সীমান্ত পাড়া হেটে যাওয়া যায়। সীমান্ত পাড়া থেকে প্রায় এক ঘন্টার পাহাড়ি পথ পাড়ি দিলে "তুয়ারি মাইরাং" ঝর্ণার দেখা পাওয়া যাবে। [৬]
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ মজুমদার, জসিম উদ্দিন। "পর্যটকদের নজর কাড়ছে 'তুয়ারি মাইরাং' ঝরনা"। বাংলা ট্রিবিউন। ২৮ জানুয়ারি ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ জানুয়ারি ২৮, ২০২৩।
- ↑ "পর্যটকদের নতুন আকর্ষণ `তুয়ারি মাইরাং ঝর্ণা"। একুশে সংবাদ। সংগ্রহের তারিখ জানুয়ারি ২৮, ২০২৩।
- ↑ "দীঘিনালায় নতুন আকর্ষণ তুয়ারি 'মাইরাং ঝর্ণা'"। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। সংগ্রহের তারিখ জানুয়ারি ২৮, ২০২৩।
- ↑ "খাগড়াছড়ির নতুন ঝর্ণা 'তুয়ারি মাইরাং'"। সিএইচটি টুডে। সংগ্রহের তারিখ জানুয়ারি ২৮, ২০২৩।
- ↑ "পাহাড়ের নতুন আকর্ষণ 'তুয়ারি মাইরাং' ঝর্ণা"। ঢাকা টাইমস। সংগ্রহের তারিখ জানুয়ারি ২৮, ২০২৩।
- ↑ "দীঘিনালার সীমানা পাড়া পেরিয়ে পর্যটনের নতুন সম্ভাবনা 'তুয়ারি মাইরাং ঝরনা""। প্রেস বাংলা এজেন্সি। সংগ্রহের তারিখ জানুয়ারি ২৮, ২০২৩।