তুন আবদুল আজিজ মসজিদ

মালয়েশিয়ার মসজিদ

তুন আবদুল আজিজ মসজিদ (এছাড়াও মসজিদ তুন আবদুল আজিজ অথবা মসজিদ বুলাত (গোল মসজিদ) নামে পরিচিত) হলো মালয়েশিয়ার সেলাঙ্গরের পেতালিং জয়ায় অবস্থিত একটি মসজিদ[১] জালান সেমঙ্গাত ও জালান দাতো আবদুল আজিজের সংযোগস্থলের ১৪ নম্বর সেকশনে এই মসজিদটি অবস্থিত।

তুন আবদুল আজিজ মসজিদ
মসজিদ তুন আবদুল আজিজ
ধর্ম
অন্তর্ভুক্তিইসলাম (শাফিঈ)
অবস্থান
অবস্থানমালয়েশিয়া সেলাঙ্গর, মালয়েশিয়া
স্থাপত্য
স্থাপত্য শৈলীআধুনিক
সম্পূর্ণ হয়১৯৭৭
মিনার

ইতিহাস সম্পাদনা

এই মসজিদটি ১৯৭৫ থেকে ১৯৭৭ সালের মধ্যে নির্মাণ করা হয়েছে এবং এর স্থাপত্য আধুনিক রীতিতে তৈরি। ১৯৭৭ সালের ৩১শে জুলাই তারিখে, সেলাঙ্গরের আলমারহুম সুলতান সালাহউদ্দিন আবদুল আজিজ শাহ দ্বারা আনুষ্ঠানিকভাবে এই মসজিদটি উদ্বোধন করা হয়েছে। ১৯৫৫ থেকে ১৯৫৬ সাল পর্যন্ত বিদ্যমান সেলাঙ্গরের প্রাক্তন মেন্তেরি বেসার (মুখ্যমন্ত্রী) তুন আবদুল আজিজ আবদুল মজিদের নামে এই মসজিদের নামকরণ করা হয়েছে।

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Tun Abdul Aziz Mosque holds Chinese New Year open house to commemorate 41st anniversary"thestar.com.my (ইংরেজি ভাষায়)। ২৫ ফেব্রুয়ারি ২০১৮। 

বহিঃসংযোগ সম্পাদনা