তিস্তা সড়ক সেতু
রংপুর ও লালমনিরহাট জেলার সড়ক সেতু
তিস্তা সড়ক সেতু তিস্তা নদীর উপরে নির্মিত একটি সড়ক সেতু। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেতুটি ২০১২ সালে উদ্বোধন করেন।[১] তিস্তা নদীর উপরে এই সেতুর পাশেই তিস্তা রেল সেতু অবস্থিত। তিস্তা রেল সেতুতে আগে ট্রেন ও যানবাহন উভয়ই চলাচল করত। এই সেতু চালু হওয়ার পরে তা বন্ধ হয়ে যায়। এই কারণে সেতুটির নাম তিস্তা সড়ক সেতু রাখা হয়েছে।
তিস্তা সড়ক সেতু | |
---|---|
স্থানাঙ্ক | ২৫°৪৭′২৯″ উত্তর ৮৯°২৬′২৬″ পূর্ব / ২৫.৭৯১৪০৩০° উত্তর ৮৯.৪৪০৫২৭১° পূর্ব |
বহন করে | যানবাহন |
অতিক্রম করে | তিস্তা নদী |
শুরু | রংপুর জেলার কাউনিয়া |
সমাপ্তি | তিস্তা বাস স্ট্যান্ড |
বৈশিষ্ট্য | |
উপাদান | কংক্রিট, স্টিল |
মোট দৈর্ঘ্য | ১২.১ মিটার (০.০১২১ কিলোমিটার) |
প্রস্থ | ৭৫০ মিটার (০.৭৫ কিলোমিটার) |
স্প্যানের সংখ্যা | ১৬ |
লেনের সংখ্যা | ২ |
ইতিহাস | |
নির্মাণ শুরু | ২০০৬ |
নির্মাণ শেষ | জুন ২০১২ |
নির্মাণ ব্যয় | ১২২.০৯ কোটি টাকা |
উদ্বোধন হয় | ২০ সেপ্টেম্বর ২০১২ |
পরিসংখ্যান | |
টোল | না |
অবস্থান | |
![]() |
গুরুত্ব
সম্পাদনাআরও দেখুন
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ জেলা প্রতিনিধি (২০১২-০২-১৮)। "'জুলাই মাসেই উদ্বোধন করা হবে তিস্তা সড়ক সেতু'"। বাংলা নিউজ ২৪। সংগ্রহের তারিখ ২০২৪-০৫-০৭।