তিরুমুড়িবক্কম

ভারতের একটি গ্রাম

তিরুমুড়িবক্কম দক্ষিণ ভারতের তামিলনাড়ু রাজ্যের কাঞ্চীপুরম জেলার শ্রীপেরুম্বুদুর তালুকের একটি অঞ্চল৷ এটি চেন্নাই মহানগরের দক্ষিণ-পশ্চিম দিকে অবস্থিত একটি লোকালয়৷

তিরুমুড়িবক্কম
திருமுடிவாக்கம்
গ্রাম পঞ্চায়েত
তিরুমুড়িবক্কম তামিলনাড়ু-এ অবস্থিত
তিরুমুড়িবক্কম
তিরুমুড়িবক্কম
তামিলনাড়ুতে তিরুমুড়িবক্কমের অবস্থান
স্থানাঙ্ক: ১২°৫৯′ উত্তর ৮০°০৫′ পূর্ব / ১২.৯৮° উত্তর ৮০.০৯° পূর্ব / 12.98; 80.09
রাষ্ট্র ভারত
রাজ্যতামিলনাড়ু
জেলাকাঞ্চীপুরম
সরকার
 • ধরনপঞ্চায়েত প্রধান
জনসংখ্যা (২০১১)
 • মোট৪,০৮৩
ভাষা
 • দাপ্তরিকতামিল
সময় অঞ্চলভারতীয় প্রমাণ সময় (ইউটিসি+৫:৩০)
পিন৬০০১৩২

এখানে রয়েছে ৩৫০ এমএসএমই বিশিষ্ট অর্থনৈতিক এস্টেট, অটোমোবাইল কোম্পানির উৎপাদন একক এবং শ্রীপেরুম্বুদুর-ওরগড়ম অর্থনীতি কোরিডর৷ উৎপাদন বৃদ্ধির দ্বারা শ্রমিক ও নিয়োগকারী উভয় পক্ষের উদ্যোগের ফলে অর্থনৈতিক উন্নতিসাধন হয়েছে৷ তিরুমুড়িবক্কম ইণ্ডাস্ট্রিয়াল এস্টেটের সবুজায়ন দৃষ্টিনন্দন ও পরিমাণে লক্ষ্যমাত্রার নিকটে৷

স্থানীয় এবং বাইরে থেকে আসা শ্রমিক ও তাদের পরিবারের স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা কমাতে তামিলনাড়ু সরকার ২০১৯ খ্রিস্টাব্দের ২ জুলাই স্টেট ইএসআই ডিসপেনসারি প্রতিষ্ঠা করে৷

১০৮ দিব্যস্থলমের অন্যতম তিরুনীরমালাইয়ের পেরুমাল মন্দির এখান থেকে ৬ কিলোমিটার দূরে অবস্থিত৷ কুন্দ্রতুর এখান থেকে তিন কিলোমিটার দূরে অবস্থিত৷[১]

জনতত্ত্ব সম্পাদনা

২০১১ খ্রিস্টাব্দে ভারতের জনগণনা অনুযায়ী তিরুমুড়িবক্কমের জনসংখ্যা ৪,০৮৩ জন, যেখানে ২,১৯১ জন পুরুষ ও ১,৮৯২ জন নারী অর্থাৎ প্রতি হাজার পুরুষে নারী ৮৬৪ জন৷ ছয় বছর অনূর্ধ্ব শিশু সংখ্যা ৪৬২, যা মোট জনসংখ্যার ১১.৩২ শতাংশ৷ তিরুমুড়িবক্কমের সাক্ষরতার হার ৭৮.২১ শতাংশ যেখানে পুরুষ সাক্ষরতা হার ৮৫.২৩ শতাংশ ও নারী সাক্ষরতা হার ৬৯.৮৪ শতাংশ৷[২]

তথ্যসূত্র সম্পাদনা