তিয়াগো আলমাদা

আর্জেন্টিনীয় ফুটবলার

তিয়াগো এসেকিয়েল আলমাদা (স্পেনীয়: Thiago Almada, স্পেনীয় উচ্চারণ: [tjˈaɣo almˈaða]; জন্ম: ২৬ এপ্রিল ২০০১; তিয়াগো আলমাদা নামে সুপরিচিত) হলেন একজন আর্জেন্টিনীয় পেশাদার ফুটবল খেলোয়াড়। তিনি বর্তমানে মার্কিন ক্লাব আটলান্টা ইউনাইটেড এবং আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে মধ্যমাঠের খেলোয়াড় হিসেবে খেলেন। তিনি মূলত আক্রমণাত্মক মধ্যমাঠের খেলোয়াড় হিসেবে খেললেও মাঝেমধ্যে ডান পার্শ্বীয় আক্রমণভাগের খেলোয়াড় অথবা বাম পার্শ্বীয় আক্রমণভাগের খেলোয়াড় হিসেবে খেলেন।

তিয়াগো আলমাদা
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নাম তিয়াগো এসেকিয়েল আলমাদা
জন্ম (2001-04-26) ২৬ এপ্রিল ২০০১ (বয়স ২২)
জন্ম স্থান সিউদাদেলা, আর্জেন্টিনা
উচ্চতা ১.৭১ মিটার (৫ ফুট + ইঞ্চি)
মাঠে অবস্থান মধ্যমাঠের খেলোয়াড়
ক্লাবের তথ্য
বর্তমান দল
আটলান্টা ইউনাইটেড
জার্সি নম্বর
যুব পর্যায়
২০০৬–২০১৮ ভেলেস সার্সফিল্ড
জ্যেষ্ঠ পর্যায়*
বছর দল ম্যাচ (গোল)
২০১৮–২০২২ ভেলেস সার্সফিল্ড ৭৯ (১৭)
২০২২– আটলান্টা ইউনাইটেড ২৯ (৬)
জাতীয় দল
২০১৯ আর্জেন্টিনা অনূর্ধ্ব-২০ (১)
২০২১ আর্জেন্টিনা অনূর্ধ্ব-২৩ (০)
২০২২– আর্জেন্টিনা (০)
* কেবল ঘরোয়া লিগে ক্লাবের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা গণনা করা হয়েছে এবং ০০:৫৪, ১১ নভেম্বর ২০২২ (ইউটিসি) তারিখ অনুযায়ী সকল তথ্য সঠিক।
‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ০০:৫৪, ১১ নভেম্বর ২০২২ (ইউটিসি) তারিখ অনুযায়ী সঠিক।

২০১৯ সালে, আলমাদা আর্জেন্টিনা অনূর্ধ্ব-২০ দলের হয়ে আর্জেন্টিনার বয়সভিত্তিক পর্যায়ে অভিষেক করেছিলেন। প্রায় দুই বছর যাবত আর্জেন্টিনার বয়সভিত্তিক দলের হয়ে খেলার পর, তিনি ২০২২ সালে আর্জেন্টিনার হয়ে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেছেন; আর্জেন্টিনার জার্সি গায়ে তিনি এপর্যন্ত ১ ম্যাচে অংশগ্রহণ করেছেন।

প্রারম্ভিক জীবন সম্পাদনা

তিয়াগো এসেকিয়েল আলমাদা ২০০১ সালের ২৬শে এপ্রিল তারিখে আর্জেন্টিনার সিউদাদেলায় জন্মগ্রহণ করেছেন এবং সেখানেই তার শৈশব অতিবাহিত করেছেন।

আন্তর্জাতিক ফুটবল সম্পাদনা

আলমাদা আর্জেন্টিনা অনূর্ধ্ব-২০ এবং আর্জেন্টিনা অনূর্ধ্ব-২৩ দলের হয়ে খেলার মাধ্যমে আর্জেন্টিনার প্রতিনিধিত্ব করেছেন। ২০১৯ সালে তিনি আর্জেন্টিনা অনূর্ধ্ব-২০ দলের হয়ে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেছেন। আর্জেন্টিনার বয়সভিত্তিক দলের হয়ে তিনি প্রায় দুই বছরে ৮ ম্যাচে অংশগ্রহণ করে ১টি গোল করেছেন।

২০২২ সালের ২৩শে সেপ্টেম্বর তারিখে, ২১ বছর, ৪ মাস ও ২৮ দিন বয়সে, ডান পায়ে ফুটবল খেলায় পারদর্শী আলমাদা হন্ডুরাসের বিরুদ্ধে অনুষ্ঠিত প্রীতি ম্যাচে অংশগ্রহণ করার মাধ্যমে আন্তর্জাতিক ফুটবলে আর্জেন্টিনার হয়ে অভিষেক করেছেন।[১] উক্ত ম্যাচের ৫৪তম মিনিটে আক্রমণভাগের খেলোয়াড় পাপু গোমেসের বদলি খেলোয়াড় হিসেবে তিনি মাঠে প্রবেশ করেছিলেন;[২] ম্যাচে তিনি ৮ নম্বর জার্সি পরিধান করে আক্রমণাত্মক মধ্যমাঠের খেলোয়াড় হিসেবে খেলেছিলেন।[৩] ম্যাচটি আর্জেন্টিনা ৩–০ গোলের ব্যবধানে জয়লাভ করেছিল।[৪] আর্জেন্টিনার হয়ে অভিষেকের বছরে আলমাদা সর্বমোট ১ ম্যাচে অংশগ্রহণ করেছেন।

পরিসংখ্যান সম্পাদনা

আন্তর্জাতিক সম্পাদনা

১১ নভেম্বর ২০২২ পর্যন্ত হালনাগাদকৃত।
দল সাল ম্যাচ গোল
আর্জেন্টিনা ২০২২
সর্বমোট

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Argentina vs. Honduras - 24 September 2022 - Soccerway"int.soccerway.com 
  2. "Argentina - Honduras 3:0 (Friendlies 2022, September)"worldfootball.net 
  3. "Argentina - Honduras, Sep 24, 2022 - International Friendlies - Match sheet"www.transfermarkt.com 
  4. Strack-Zimmermann, Benjamin। "Argentina vs. Honduras"www.national-football-teams.com 

বহিঃসংযোগ সম্পাদনা