তিনটি সেনা অভ্যুত্থান ও কিছু না বলা কথা

তিনটি সেনা অভ্যুত্থান ও কিছু না বলা কথা ১৯৭৫ সালে ঢাকা ক্যান্টনমেন্টে সংগঠিত তিনটি সেনা-অভ্যুত্থান এর ঘটনা নিয়ে লিখিত একটি গুরুত্বপূর্ণ বই। ঢাকার স্টেশন কমান্ডার লে. কর্ণেল (অব:) এম এ হামিদ পিএসসি ঐতিহাসিক অভ্যুত্থানগুলো এর ঘটনাক্রম এই বইতে তুলে ধরেন।[১]

তিনটি সেনা অভ্যুত্থান ও কিছু না বলা কথা
তিনটি সেনা অভ্যুত্থান ও কিছু না বলা কথা গ্রন্থের প্রচ্ছদ
লেখকএম এ হামিদ
অঙ্কনশিল্পীদি ডিজিকম কম্পিউটার্স
প্রচ্ছদ শিল্পীযুবরাজ মাসুদ
দেশবাংলাদেশ
ভাষাবাংলা
ধরনইতিহাস, রাজনীতি
প্রকাশকশিখা প্রকাশনী
প্রকাশনার তারিখ
২৫ মে ১৯৯৩
মিডিয়া ধরনছাপা
পৃষ্ঠাসংখ্যা২১০

প্রেক্ষাপট সম্পাদনা

বাংলাদেশের ইতিহাসে ভয়াবহ তিনটি সেনা অভ্যুত্থান সংঘটিত হয় ১৯৭৫ সালের ১৫ই আগস্ট, ৩রা নভেম্বর এবং ৭ই নভেম্বর[২] যাতে প্রাণ হারান রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তার পরিবারের অধিকাংশ সদস্য, অসংখ্য সেনা অফিসার, তাদের পরিবারের লোকজন।[৩] এসব অভ্যুত্থানে নিহত হন। খুনীদের অধিকাংশ পাকিস্তান প্রত্যাগত সেনা সদস্য।[৪] অভ্যুত্থানগুলো ঘটার সময় লেখক এম এ হামিদ ঢাকার স্টেশন কমান্ডার হিসেবে কর্মরত ছিলেন। পরিবারসহ ক্যান্টনমেন্টেই অবস্থান করছিলেন। লেখক বইটিতে সেনা অভ্যুত্থানগুলো সম্পর্কে বিভিন্ন প্রশ্নের উত্তর খুঁজেছেন, এবং জন্ম দিয়েছেন কিছু নতুন প্রশ্নের।[৫]

বহিঃসংযোগ সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

  1. "তিনটি সেনা অভ্যুত্থান ও কিছু না বলা কথা"Goodreads। সংগ্রহের তারিখ ১৫ আগস্ট ২০১৬ 
  2. "আওয়ামী লীগের ইতিহাস সংগ্রামের ইতিহাস - Daily Jagoran"Daily Jagoran। ২৩ জুন ২০১৬। ৬ মে ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৫ আগস্ট ২০১৬ 
  3. "জিয়া-খালেদ মোশাররফ দ্বন্দ্ব - daily nayadiganta"The Daily Nayadiganta। সংগ্রহের তারিখ ১৫ আগস্ট ২০১৬ 
  4. "যুদ্ধাহতের ভাষ্য: ৩৮ পাকিস্তান-ফেরত অফিসারদের জায়গা দেওয়া ছিল মস্ত ভুল"। ২৯ ডিসেম্বর ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৪ জানুয়ারি ২০১৯ 
  5. "কোন সিপাহী, কোন জনতা, কিসের বিপ্লব"চ্যানেল আই অনলাইন। ১০ নভেম্বর ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৫ আগস্ট ২০১৬